শুরু খেলা! নিশীথ হারতেই কোচবিহারে জোর ধাক্কা BJP-র, ১০ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে BJP। গেরুয়া ঝড় তোলা তো দূর, উল্টে গতবারে জেতা বহু আসনও হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। এমনই একটি কেন্দ্র হল কোচবিহার। এই আসনে তৃণমূলের (Trinamool Congress) জগদীশ বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পরাজিত হওয়ার ৩দিনের মাথায় সামনে এল কোচবিহারে BJP-তে ভাঙনের খবর।

ভেটাগুড়ির ২ নং গ্রাম পঞ্চায়েত BJP নেতা নিশীথের ‘খাসতালুক’ হিসেবে পরিচিত। এবার সেখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ মোট ১০ জন গেরুয়া শিবির ছেড়ে TMC-তে যোগ দিলেন। কোচবিহারের (Cooch Behar) নবনির্বাচিত সাংসদ তথা TMC-র জগদীশ বাসুনিয়ার হাত থেকে এদিন দলীয় পতাকা তুলে নেন তাঁরা।

   

এদিকে এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হল ১৮। তাঁদের মধ্যে ৬ জন আগে থেকেই TMC সদস্য ছিলেন। ১২ জন ছিলেন BJP-র। তবে এবার তাঁদের মধ্যে ১০ জন দলবদল করলেন। ফলত পদ্ম শিবিরের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ২ জন। এদিন ১০ জন পঞ্চায়েত সদস্য TMC-তে যোগ দেওয়ার সঙ্গে এই পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল BJP-র। গেরুয়া শিবির পরিচালিত এই পঞ্চায়েত এবার দখল করল রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ টাকা হাতিয়েছে BJP! ভোটে হারতেই বোমা ফাটালেন রাজমাতা, অমৃতার নিশানায় কে?

এদিকে জানা যাচ্ছে, বর্তমানে কোচবিহার জেলায় ২৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে BJP-র দখলে। তবে ভোট মিটতেই ভেটাগুড়ির ২ নং গ্রাম পঞ্চায়েতের ১০ জন সদস্য একসঙ্গে দলবদল করায় গেরুয়া শিবির খানিকটা চাপে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

BJP panchayat members joins Trinamool Congress

যদিও এই প্রথম নয়, এর আগে শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতও দখল নিয়েছে TMC। উক্ত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দলবদল করার পর সেই পঞ্চায়েত দখল নেয় জোড়াফুল শিবির। যদিও এবারের পঞ্চায়েত সদস্যদের ‘ফুলবদলে’র পর BJP-র তরফ থেকে দাবি, ভয় দেখিয়ে ওই পঞ্চায়েত সদস্যদের দলবদল করানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর