ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করা হল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে রাতভর বেঁধে রেখে গণধর্ষণ করা হল। মেয়েটি তার মামার বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বাংলাদেশের চরবংশী গ্রামে এ ঘটনা ঘটেছে। মেয়েটিকে রাতভর একটি পরিত্যক্ত বাড়িতে রেখে গণধর্ষণ করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, ওই ছাত্রীটি শুক্রবার সন্ধ্যায় তার মামার বাড়ি যাচ্ছিল। ওই সময় তিনজন যুবক জোর করে ছাত্রীকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। রাতভর আটকে রেখে চলে গণধর্ষণ। ছাত্রীটি অচেতন হয়ে পড়লে ওই যুবকরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরের দিন রাতে স্থানীয়রা ও ছাত্রীটিকে পরিত্যক্ত ওই বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পায়। ছাত্রীটিকে শনাক্ত করা গেলে তার অভিভাবককে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। তারপর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে।

পরিবারের লোকেরা ওই তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি জানান, সোমবার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে এবং তাদের আটক করার প্রক্রিয়া শুরু হবে।

X