৪৯ পয়সা দিলেই পাবেন ১০ লাখ টাকার ইন্সুরেন্স! কোথায় এমন সুযোগ জেনে নিন

 

বাংলা হান্ট ডেস্ক:  টিকিটের দাম বাড়ার টিকিটের দাম কমায় নিয়ে রাজনৈতিক তরজা প্রতিমুহূর্তে চলেছে। ভারতের একমাত্র প্রাণকেন্দ্র রেল ব্যবস্থা যোগাযোগ মাধ্যমের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের কাছে এক অন্য মাধ্যম। আপনি বা আপনার কেউ যদি ট্রেনে বা অন্য কোথাও হতাহত হয় তার জন্য দুশ্চিন্তা সর্বক্ষণই তারা করে বেড়ায়। ভ্রমণে এবার আর দুশ্চিন্তা নয় সেজন্য ভারতীয় রেল নিয়ে এসেছে এক অভূতপূর্ব সুযোগ।

টিকিট কাটার সময়ে আইআরসিটিসির ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে  ‘Travel insurance’  ক্লিক করতে হবে।  এরপর যে ব্যক্তি টিকিট কাটছেন তার মোবাইলে একটি এসএমএস যাবে।

বিমা সংস্থার তরফ থেকে মেল আসবে। ওই মেলে একটি লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে নমিনির নাম, ঠিকানা, পরিচয় দিতে হবে। বিমা সহ টিকিট কাটা হয়ে গেলে তা কোনভাবেই বাতিল করা যাবে না। এমনকি ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলেও বিমার জন্য প্রিমিয়াম হিসেবে ৪৯ পয়সা ফিরে পাওয়া যায় না।

IMG 20190916 203949 1

 

বিমা করলেও নমিনেশন ফর্ম অনেকেই পূরণ করে থাকেন না। কিন্তু তাতে কি। আইনত উত্তরাধিকারিরা বিমার টাকা পেতে পারেন। রেলের সমস্ত ক্লাসের যাত্রীদের জন্য এই সুবিধা রয়েছে। তবে ৫ বছরের নীচের শিশুরা এই বিমার আওতায় পড়ে না।

এই বিমার ফলে রেল সফরে দুর্ঘটনায় মৃত্যু বা চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়লে ক্ষতিপূরণ রয়েছে ১০ লাখ টাকা। আংশিক পঙ্গুতের জন্য ৭.৫ লাখ টাকা। দুর্ঘটনায় জখমদের চিকিৎসার জন্য ২ লাখা টাকা  এবং মৃতদেহ বহনের জন্য পরিবহন বাবদ ১০ হাজার টাকা দেওয়ার সংস্থান রেখেছে রেল।

সম্পর্কিত খবর