বাংলা হান্ট ডেস্ক: পুজো আসছে, আর মাত্র সপ্তাহ খানেক এর অপেক্ষা। তার পরেই বেজে উঠবে পুজোর বাদ্যি। ইতিমধ্যেই চারিদিকে সাজো সাজো রব। রাস্তার মোড়ে মোড়ে তৈরি হচ্ছে মণ্ডপ তেমনই আলোর রোশনাই এ ভাসছে শহর। সেজে উঠছে তিলোত্তমা। একটাই কারণ, ঘরে ফিরছে উমা। আর তার সাথেই আসছে উমা শারদ সন্মান ২০১৯। তবে উমা যে শুধু তিলোত্তমার গণ্ডিতে থাকেনা বদ্ধ। তাই উমা শারদ সন্মান ও বদ্ধ থাকবেনা। তিলোত্তমার বাইরে গুরগাঁও তে শিল্পীদের অভাবনীয় ভাবনাকে সন্মান দাওয়ার জন্য এগিয়ে গেছে উমা শারদ সন্মান ২০১৯।গুরগাঁও এর শিল্পী দের দিন রাতের পরিশ্রমের মাধ্যমে মায়ের মণ্ডপের মাধ্যমে যে বার্তা ফুটে উঠবে তাদের মধ্যে শ্রেষ্ঠ বার্তা হয়ে যাবে উমা শারদ সন্মান ২০১৯ এর অধিকারী। ষষ্ঠী এবং সপ্তমী তে উমা শারদ সন্মান এর জাজেস রা দেখবেন গুরগাঁও বাসীদের ভাবনার সেই প্রকাশ গুলি এবং সপ্তমীর রাতেই সেই সময় যখন জাজ রা তাদের মধ্যে থেকে বেছে নেবেন যে কাদের হাতে তুলে দাওয়া হবে উমা শারদ সন্মান এর শিরোপা। গুরগাঁও এর ডি এল এফ এবং তার আশেপাশের পুজো নিয়েই এবার এর মৃগনয়নী উমা শারদ সন্মান। গুরগাঁও এর ১৫ টা পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।উমা শারদ সন্মান এর তরফ থেকে আট টি আলাদা সন্মানে সন্মানিত করা হবে তাদের। এবার তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর সময়।
এমনই এক প্রতিযোগী পুজো মণ্ডপ হলো গুরগাঁও এর পূর্বালি দূর্গাবাড়ি দুর্গাপুজো। গতকাল এই পুজো প্রাঙ্গণে খুঁটি পুজো সম্পূর্ণ হলো । এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উমা শারদ সন্মান ২০১৯ এর কতৃপক্ষ রাও। এবার তাদের পরবর্তী হাড্ডাহাড্ডি লড়াই এবং সন্মান নিজের নামে লিখিয়ে নাওয়ার লড়াই শুরু।