দীর্ঘ দশ বছর পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত করতেও ব্যার্থ পাকিস্তান, মজার ছলে অপমান করল আইসিসি।

2009 সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসের উপর জঙ্গি হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে আর কোন দেশ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার জন্য যাইনি। কারণ প্রত্যেক দেশকে লক্ষ্য রাখতে হবে যেন তার দেশের খেলোয়াড়রা যেখানেই খেলতে যান না কেন তারা যাতে সঠিক ভাবে নিরাপদ ভাবে আবার দেশে ফিরে আসতে পারেন। কিন্তু পাকিস্তানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে সেখানে খেলতে গেলে দেশে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ প্রায়ই দেখা গিয়েছিল যে সেখানে জঙ্গি হামলা হচ্ছে। আর তাই দীর্ঘ দশ বছর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি হয়নি কোন দেশ।

অবশেষে অনেক কাঠ-খড় পুড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি করাতে পেরেছিল শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টকে। শ্রীলঙ্কা দল পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে রাজি হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট রাজি হলেও শ্রীলঙ্কার প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড় নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় নি।

11815434717482fa33e8badd8a323c48b49ce5ae5

তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল দশ বছর পর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও সেই ম্যাচ সঠিকভাবে আয়োজন করতে পারল না পাকিস্তান। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার এই সিরিজের প্রথম ম্যাচ ছিল করাচিতে এবং প্রথম ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে গেল। উল্লেখ্য এই সিরিজের দ্বিতীয় ম্যাচও রয়েছে করাচিতে।

আর পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে যেহেতু প্রথম ম্যাচ ভেস্তে গেছে তাই দ্বিতীয় ম্যাচটির তারিখ পরিবর্তন করে দিয়েছে পিসিবি। আর তারপরেই পিসিবিকে হাসির ছলে অপমান করল আইসিসি। আইসিসি সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন করেছেন যে আপনারা কি কখনো এই রকম কাণ্ড দেখেছেন যে বৃষ্টির কারণে একটা ম্যাচ ভাসতে ভাসতে দুদিন পরে অনুষ্ঠিত হচ্ছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর