বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি সরকারি কর্মচারীদের

বাংলা হান্ট ডেস্ক : বেতন কমিশন নিয়ে টানা তিন বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের জানুয়ারি মাস থেকে বেতন কমিশন লাগু করে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন৷ তবে এরই মধ্যে এবার ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানাল রাজ্য কো অর্ডিনেশন কমিটি৷ একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভেন্ট বলে উল্লেখ করায় জোর বিতর্ক রাজ্য সরকারি কর্মচারী মহলে৷c044ff35b72c46824efa4f78d1292c87

কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন লাগু করা এবং মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাতটি বেতন কমিশন লাগু হওয়ার সঙ্গে সঙ্গে বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ অথচ রাজ্য আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম বেতন কমিশন চালু করার কথা বললেও এখনও অবধি পাঁচটি বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছে আর এই নিয়ে আবারও নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে৷

বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলে রাজ্য সরকারের আর্থিক দিক জানার যেমন সুযোগ থাকে তেমনই বেতন কমিশন সুপারিশ হলে রাজ্য সরকারি কর্মচারীদের কিছু বলার সুযোগ থাকে তাই যেহেতু এখনও অবধি একটি বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি তা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে৷ একই সঙ্গে ব্রিটিশ সার্ভিস কনডাক্ট রুলের সরকারি কর্মচারীদের সার্ভেন্ট বলে উল্লেখ করা হত যদিও বাম আমলে সেই শব্দটি বাদ দেওয়া হয়েছিল কিন্তু আবারও সেই শব্দটি ফিরিয়ে আনায় ক্ষুব্ধ সরকারি কর্মচারী মহল৷

সম্পর্কিত খবর