বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দূরের সফরের জন্য আমেরিকার এয়ারফোর্স ওয়ান এর মতো বিমানে যাবেন। এই বিমান যেকোন প্রকারের মিসাইলের চোখে ধুলো দেওয়ার জন্য এক্সপার্ট। এয়ার ইন্ডিয়ায় ২০২০ সালের মধ্যে বোয়িং ৭৭৭ এর দুটি বিমান যুক্ত হতে চলেছে, এই বিমান গুলো অত্যাধুনিক টেকনোলোজির সাথে সাথে সুরক্ষার দিক থেকেও উন্নত হবে। সুত্র অনুযায়ী, এই বিমানে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সফর করতে পারবেন। দেশের তিন সর্বোচ্চ ব্যাক্তি আপাতত এয়ার ইন্ডিয়ার বোয়িং বি ৭৪৭ বিমানে সফর করেন।
এই বিমান গুলোকে বাণিজ্যিক বিমান হিসেবে ব্যাবহার করা হবে, আর দেশের সর্বোচ্চ ব্যাক্তিরা যখন সফর করবেন তখন এগুলোকে এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে রূপান্তরিত কর হবে। রিপোর্ট অনুযায়ী, সাউথ ব্লক এর আধিকারিকরা জানিয়েছেন, এই দুটি বিমান আমেরিকার ডালাসে বোয়িং সার্ভিস সেন্টারে আপগ্রেড করা হচ্ছে। সুরক্ষার দিক থেকে এই বিমান দুটো আমেরিকার রাষ্ট্রপতির বিমান এয়ার ফোর্স ওয়ানের থেকেও উন্নত হবে।
এই বিমান গুলো জ্বালানী ভরার জন্য ল্যান্ড না করেই আমেরিকা থেকে ভারত যাত্রা করতে পারবে। এরমানে এই যে, এই বিমান হাওয়াতেই জ্বালানী ভরতে পারবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যাত্রার জন্য এখনো পর্যন্ত ব্যাবহার করা বোয়িং বি ৭৪৭ বিমান দুই দশক পুরনো। এই বিমানে গত মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিং দুই দেশের সফরে গেছিলেন। এই বিমান এয়ার ইন্ডিয়াতে ২৬ বছর ধরে নিজের কর্তব্য পালন করে আসছে।
সাউথ ব্লকের আধিকারিকেরা জানান, এই নতুন বিমান গুলোতে প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি কার্যালয়, একটি বৈঠক খানা থাকবে। এছাড়াও বিমানে অত্যাধুনিক দূরসঞ্চার প্রণালী থাকবে। এই বিমানে আমেরিকার রাষ্ট্রপতির বিমান এয়ারফোর্স ওয়ানে ব্যাবহার করা সেলফ প্রোটেকশন স্যুটও থাকবে। এই নতুন বিমান শত্রু পক্ষের র্যাডার জ্যাম করার ক্ষমতা রাখে। এবং শত্রুদের মিসাইলের রাস্তাও বদল করে দিতে পারে।