বাংলা হান্ট ডেস্ক: জিয়াগঞ্জ ঘটনা নিয়ে এবার সরব হলেন মেঘালয় রাজ্যপাল তথাগত রায়। আজ বারাসতে RSS-এর এক প্রবীণ কার্যকর্তার সঙ্গে দেখা করতে আসেন, সেখানে এসেই তিনি এই নৃশংস খুনের ঘটনা নিয়ে মন্তব্য করে বলেন, “জিয়াগঞ্জের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ছাড়া আর কিছুই নয়! এবিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ও চিত্র পরিচালক অপর্ণা সেনের মন্তব্যের সঙ্গে আমি সহমত”৷ শুধু তাই নয় এদিন তথাগত সম্প্রতি জিয়াগঞ্জে ঘটে যাওয়া ঘটনার সাথে শেখ মুজিবুরের ১৩ বছরের ছেলের নৃশংস খুনের ঘটনার প্রসঙ্গ টেনে ও মন্তব্য করেন৷
মেঘালয় রাজ্যপাল বলেন, “যেভাবে বন্ধুপ্রকাশ পাল, তাঁর গর্ভবতী স্ত্রী ও আট বছরের ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার নিন্দা করার ভাষা আমার নেই”৷ শুধু তাই নয় কারণ নাম না করে এদিন তথাগত শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি, তিনি বলেন, “খুব আশ্চর্যজনক ভাবে যারা এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে, উল্টোদিকে তারাই আবার রাজনীতি করতে বারণ করছে৷ নিহত ব্যক্তি RSS কিংবা BJP-র সদস্য কি না সে প্রসঙ্গ আলাদা৷ কিন্তু প্রধান বিষয় হলো উনি একজন ভারতীয় নাগরিক৷ এবং তার পরিবারকে বীভৎস এবং নৃশংসভাবে খুন করা হয়েছে৷ আর এনিয়ে পুলিশের মধ্যেই ভিন্ন মত উঠে আসছে৷”
উল্লেখ্য, জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার তীব্র নিন্দা করে মুখ খুলেছিলেন অপর্ণা সেন৷ টুইটে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল৷ যে কারণই থাকুক না কেন, এই ঘটনায় আমরা লজ্জিত৷ মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে অপরাধীরা যাতে আইনের হাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করুন৷ সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দায়িত্ব আপনার৷ আপনি সবার মুখ্যমন্ত্রী৷”