বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে আর্থিক মন্দা চলছে। কেন্দ্রীয় নেতৃত্বরা না মানলেও দেশের আর্থিক সংকটের কথা কারোরই জানতে বাকি নেই। এতদিন অবধি দেশের বিভিন্ন জায়গায় আর্থিক বেহাল দশার প্রভাব পড়েছিল। এমনকি সেই কারণেই দেশের বিভিন্ন সংস্থা বন্ধের মুখে। এবার দেশের আর্থিক দুরাবস্থার প্রভাব পড়লে রাষ্ট্রপুঞ্জে। বিদ্যুতের খরচ কমানোর জন্য রাষ্ট্রপুঞ্জে বন্ধ রাখা হল এসক্যালেটরকে। তবে শুধু এখানেই থামছে না। বিদ্যুতের খরচ বাঁচানোর জন্য এবার থেকে এয়ারকুলার গুলিকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই দেশের হাজার হাজার কর্মীদের বেতন নিয়ে দারুন সমস্যা চলছে। তার ওপরে বিদ্যুতের খরচ বাড়ছে লাগাতার হারে। তাই তো বিভিন্ন খাতে খরচ কমিয়ে দিয়ে কর্মীদের বেতন ঠিক ঠাক করে দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র।
তবে এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও সমস্যায় পড়বেন রাষ্ট্রপুঞ্জের সদস্যরা। এসক্যালেটার বন্ধ থাকলে যদিও কোনো বড় সমস্যা হবে না কিন্তু এয়ার কুলার বন্ধু থাকার ফলে কিছুটা হলেও সমস্যায় ভুগবেন তাঁরা। তবে শুধুমাত্র এই দুটোই নয় সমস্ত কূটনীতিকদের জন্য যে পানশালাটি রয়েছে সেটির বন্ধের ব্যাপারেও নির্দেশিকা জারি করা হয়েছে। কারণ এখন থেকে সেটি আর রাত অবধি নয় বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের কর্তাদের বিদেশে ভ্রমন খাতেও একাধিক নতুন নিয়ম আনা হতে চলেছে বলে খবর।
উল্লেখ্য, আইএমএফ সুত্রে জানা গিয়েছে চলতি বছরে দেশের আর্থিক অবস্থা একেবারেই খারাপ। এমনকি রাষ্ট্রপু্ঞ্জের তরফেও জানা গিয়েছে গত এক দশকে এ ধরনের আর্থিক দুরাবস্থার মুখে রাষ্ট্রপুঞ্জকে পড়তে হয়নি। ভারত ছাড়াও বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলির আর্থিক আবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় তাই তো চলতি বছরে রাষ্ট্রপুঞ্জের প্রায় দে়ড়শো কোটি টাকা ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতি সামাল দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জ।