ভারতীয় মুসলিমরা বিশ্বের মধ্যে সবথেকে বেশি সুখী, কারণ আমরা হিন্দুঃ মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) শনিবার ভুবেনেশ্বরে বুদ্ধিজীবীদের একটি সভাকে সম্বোধিত করেন। উনি ওই সভায় বলেন, সঙ্ঘ কাউকে ঘৃণা করেনা। RSS এর উদ্দেশ্য হল ভারতে পরিবর্তনের জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট করা। মোহন ভাগবত বলেন, ‘রাষ্ট্রবাদে বাকিরা ভয় পাচ্ছে, কারণ তাঁরা এটাকে হিটলার আর মুসোলিনির সাথে যুক্ত করে দিচ্ছে। কিন্তু ভারতে রাষ্ট্রবাদ এমন না, কারণ এই রাষ্ট্র নিজের সংস্কৃতি দিয়ে তৈরি।”

images 2019 10 13T150114.869

 

মোহন ভাগবত বলেন, ‘সবথেকে ভালো উপায় হল, এই রাষ্ট্রবাদে উৎকৃষ্ট মানুষ তৈরি করা। যারা সমাজে বদল আনার সাথে সাথে দেশের চিত্র বদলানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দেশের ১৩০ কোটি মানুষকে একসাথে বদলে ফেলা সম্ভব না।” ভারতের বিবিধতার প্রশংসা করে মোহন ভাগবত বলেন, আমাদের দেশ এক সুত্রে বাধা আছে। আমাদের দেশের মানুষেরা বিভিন্ন ভাষা, সংস্কৃতি আর ভৌগলিক অবস্থানের মাঝেও নিজেকে ভারতীয় বলে মনে করে।

মোহন ভাগবত বলেন, এই অদ্বিতীয় অনুভূতির কারণ হল মুসলিম, পারসি আর অন্যান্য সম্প্রদায়ের মানুষ ভারতে নিজেকে সুরক্ষিত মনে করে। উনি বলেন, ‘ইহুদী গোটা বিশ্বে সন্মান না পেলেও, আমাদের ভারতে তাঁরা মাথা তুলে সন্মানের সাথে বেঁচে আছে। পারসিয়ান দের পূজা আর মূল ধর্ম কেবল ভারতেই সুরক্ষিত আছে। বিশ্বে সর্বাধিক সুখি মুসলিম একমাত্র ভারতেই পাওয়া যায়। আর এর প্রধান কারণ হল, আমরা হিন্দু।”

 

ভাগবত বলেন, দেশের ভাগ্য বদলের জন্য সমাজে বদল আনা দরকার। আর এর জন্য এমন মানুষ তৈরি করতে হবে যার চরিত্র ভালো, যিনি প্রতিটি শহর, গ্রামকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের ইচ্ছে হল, আরএসএস আর সমাজ একটি গোষ্ঠীর মতো মিলেমিশে কাজ করবে। আর এর শ্রেয় সমাজকেই দেওয়া হবে। আমরা কোন শ্রেয় নিতে চাইনা।

সম্পর্কিত খবর