শ্রীলংকার কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দল তাদের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় সরফরাজ আহমেদকে। তার পরিবর্তে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয় বাবর আজম। অধিনায়ক হয়েই বাবর আজম সরাসরি তাদের ক্রিকেট বোর্ডের উল্টো সুরে গান গাইলেন অর্থাৎ যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতের ক্রিকেটারদের ভালো কিছু দেখতে পারে না, সেখানে বাবর আজম পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক অর্থাৎ বাবর আজম বললেন এবার থেকে তিনি নাকি অনুসরণ করবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি কে।
অপরদিকে পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা অনেকেই বাবর আজমকে পাকিস্তানের বিরাট কোহলি বলে থাকেন। অনেকেই মনে করেন যে বিরাট কোহলির খেলার স্টাইলের সাথে মিল রয়েছে এই পাকিস্তানি ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল। এর তাই বাবর আজম কে পাকিস্তানের বিরাট কোহলি বলে ডাকেন অনেকে। যদিও বিরাট কোহলির রেকর্ডের ধারে কাছেও নেই বাবর আজম।
সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তান শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে। সেই সিরিজের টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের সহ-অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু এই সিরিজে পুরোপুরিভাবে ফ্লপ বাবরের ব্যাট, সিরিজের তিনটি ম্যাচে বাবারের ব্যাট থেকে রান এসেছি যথাক্রমে 13, 3 এবং 7 রান। আর তারপরেই পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল তাকে আর তাই স্বাভাবিক ভাবেই বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে অধিনায়কত্বের চাপ সামলে ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন তো বাবর? নাকি অধিনায়কত্বের চাপে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বাবরের ব্যাট।
আর তারপর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ এখন আমার কাছে অতীত। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে না ভেবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে চাই। তিনি জানিয়েছেন যে ভারত অধিনায়ক বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে যেমন ভাবে দলের প্রত্যেক খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স খুঁজে বের করেন, সেই সাথে নিজের পারফরমেন্সেও ধরে রেখেছেন, তাই আমি বিরাট কোহলিকে অনুসরণ করে বিরাট কোহলির মতো অধিনায়ক হওয়ার চেষ্টা করবো। বিরাট যেমন দলের সাথে সাথে নিজের পারফরম্যান্সও ধরে রেখেছেন আমিও সেটাই করার চেষ্টা করব।