তোমরাই আমার পরিবার! সেনাবাহিনীর উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রিত্ব পদে বসার পর ভারতীয় সেনাবাহিনীর দিকে বিশেষ ভাবে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেনা জওয়ানদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে একাধিক কর্মসূচিও গ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে৷ যদিও সেনাবাহিনীর ওপর আরও বিশেষ কয়েকটি দায়িত্বও দিয়েছেন প্রধানমন্ত্রী, বিশেষ করে কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের পর এবং উপত্যকার উপর থেকে 370 ধারা প্রত্যাহারের পর৷ জম্মু কাশ্মীর উপত্যকায় শত্রু দেশ পাকিস্তানের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য বেশি করে সেনাবাহিনী মোতায়েন করেছেন প্রধানমন্ত্রী৷Modi 1200 20

সেনাবাহিনীর দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্টই খুশি তিনি তাই রবিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উত্সবে মেতে উঠলেন নরেন্দ্র মোদী৷ এ দিন সীমান্তে উপস্থিত হয়ে কর্মরত সেনাবাহিনীর দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নিজের হাতে মিষ্টি খাওয়ান তাঁদের৷ সেনা ব্রিগেড সদর দফতরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা সময় কাটালেন তাঁদের সঙ্গে৷ মোদী সরকারের প্রথম জমানা থেকে এখনও অবধি মোট তিন বার দীপাবলিতে জম্মু কাশ্মীর উপত্যকায় উপস্থিত থেকে ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী৷

একই সঙ্গে পরিবারের সঙ্গে দীপাবলি কাটানোর রীতি তাই তিনি সেনা জওয়ানদের পরিবারের সদস্য বলে উল্লেখ করে উপত্যকায় পরিবারের সঙ্গেই বিশেষ দিন উদযাপন করছেন বলে জানান মোদী৷ শুভেচ্ছা জানানোর পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশকারীদের রুখতে সেনাবাহিনীর আরও তত্পরতা থাকার নির্দেশও দিয়েছেন তিনি৷ তবে উত্সবের দিনে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত হয়েছিলেন সেনা জওয়ানরা৷ হাসি মুখে সেনা জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীপাবলি সেলিব্রেট দেশবাসীর নজর কেড়ে নিয়েছে৷


সম্পর্কিত খবর