পশ্চিম মেদিনীপুর:- হাতির তাণ্ডব থেকে কোনভাবেই স্বস্তি মিলছেনা জঙ্গলমহলবাসীর। ফের হাতির পাল দাপিয়ে বেড়ালো পশ্চিম মেদিনীপুরের শালবনি সংলগ্ন এলাকায়। রাতভর গ্রামে দাপিয়ে বেড়ানোর পর ভোর হতেই ফিরে গেল জঙ্গলে। বনদপ্তর সূত্রে জানা গেছে লালগড় রেঞ্জের ঝিটকা বিটের মহিষডোবা থেকে দিন কয়েক আগেই শালবনির জঙ্গলে ঢুকে পড়েছে ৫০ থেকে ৫৫ টি হাতির একটি পাল। হাতির পালটি ক্রমাগত দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকায়।
জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে গ্রামে। গ্রামবাসীদের তাড়া খেয়ে তারা ফের ফিরে যাচ্ছে জঙ্গলে। হাতির তাণ্ডবে ঘুম উড়েছে গ্রামবাসীদের। একইভাবে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর, কঙ্কাবতী সহ একাধিক জায়গাতেও হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। জানা গেছে প্রতিবছরই অক্টোবরের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত হাতির দাপট থাকে পশ্চিম মেদিনীপুর লাগোয়া জঙ্গলমহলের একটা বড় অংশে। হাতির দাপটে গ্রামে প্রভূত ক্ষতি হলো বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।