ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট। আর সেই ম্যাচে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলে প্রথম বার মাঠে নেমেই বাজিমাত করলেন অধিনায়ক বিরাট কোহলি, 194 বল খেলে 137 রান করে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে গোলাপি বলে সেঞ্চুরি করলেন বিরাট। আর বিরাটের এই ব্যাটিং দক্ষতা দেখে ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিরাটের প্রশংসা পঞ্চমুখ হলেন। দাদার মতে বিরাট একজন রান মেশিন। লাল বল হোক কিংবা গোলাপি বল সব কিছুই বিরাটের কাছে সহজ।
বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে ইডেনে শতরান করার সাথে সাথে নিজের টেস্ট কেরিয়ারে 27 তম শতরান করে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর বিরাটের এই পারফরম্যান্স দেখে এটাই বোঝা যাচ্ছে যে লাল বল ছেড়ে গোলাপি বলে ব্যাটিং করলেও তার আধিপত্য একটুও কমেনি। এই গোলাপি বলের টেস্ট ম্যাচে শুধু ভারতই নয় দুই দেশের মধ্যে বিরাটই একমাত্র শতরানকরী। ভারতের অন্যতম সেরা দুই টেস্ট স্পেসালিষ্ট ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা অর্ধ শতরান করেই প্যাভিলিয়নে ফিরে যান। একদিকে যখন অন্যান্য ব্যাটসম্যানরা গোলাপি বলের সুইং সামলাতে নাজেহাল সেখানে অত্যন্ত সাবলীল ভাবে বিরাট মোকাবিলা করে গেলেন গোলাপি বলের সুইং।
এছাড়াও বিরাট কোহলির ব্যাটিং এর প্রশংসা করে প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন আমার মনে হয় গোলাপি বলের চেয়ে লাল বলে খেলা বেশি কঠিন, কিন্তু বিরাট হচ্ছে রানমেশিন ওর কাছে কোনো কিছুই কঠিন নয়।