বাংলা হান্ট ডেস্ক: নবান্নে উপস্থিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ বিকেল বেলা হঠাৎ করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখা গেল নবান্নে। জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে তিনি নবান্নে আসেন।
আজকের বৈঠকে শুধু মমতা ও সৌরভ নয়, সেখানে থাকছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নবান্নে মুখ্যমন্ত্রীর ১৪ তলার ঘরেই করা হচ্ছে এই বৈঠক। সূত্রে পাওয়া খবর অনুযায়ী নিউটাউনে ক্রিকেট একাডেমির পাশাপাশি একটি স্টেডিয়াম গড়ার কথা রয়েছে রাজ্য সরকারের, আজ সেই স্টেডিয়াম তৈরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে এসেছেন ক্রিকেট মহারাজ সৌরভ।
কিন্তু সমস্ত ঘটনা তে যেমন দুটো দিক তৈরি হয় এই ঘটনা তো তাই হয়েছে রাজনৈতিক মহলের একাংশের রীতিমতন গুঞ্জন উঠেছে যে সৌরভের এই অকস্মাত্ নবান্নের বৈঠক অন্য কোনো ইঙ্গিত ও হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসায় সৌরভের রাজনীতিতে আসা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। অনেকেই সন্দেহ করছেন যে তাহলে কি আর খুব বেশি দেরি নেই একসময়ের ক্রিকেট লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায় কে রাজনীতির ময়দানে দেখতে। তাহলে কি খুব শিগগিরই সাধারন মানুষ মহারাজ কে দেখতে পাবেন রাজনীতিতে?। অন্যদিকে আবার যদিও রাজনীতিতে আসার কথা আগেই অস্বীকার করেছেন সৌরভ।
উল্লেখ্য, দশ মাসের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দায়িত্ব পাওয়ার পরেই তিনি মন্তব্য করেছিলেন বিশ্বাসের মর্যাদা রাখবেন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সবরকম চেষ্টা করবেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বদল এনে ভবিষ্যত ক্রিকেটারদের তুলে আনা তাঁর অগ্রাধিকার বলে জানিয়েছিলেন সৌরভ।