ক্যামেরার সামনেই পোশাক ছিঁড়ে কেলেঙ্কারি, পোশাক গায়ে রেখেই চলল সেলাই

বাংলাহান্ট ডেস্ক: ‘ওয়াড্রোব ম্যালফাংশন’ শব্দটির সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। বলা ভাল সিনে তারকাদের দৌলতেই এই শব্দটার সঙ্গে পরিচয় ঘটেছে আমাদের। ফ্যাশন শো থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন পোশাক বিভ্রাটের হাত থেকে রক্ষা পেয়েছেন এমন তারকার সংখ্যা হয়তো হাতে গোনা। তবে ফটোশ্যুটের আগেই পোশাক ছিঁড়ে গিয়েছে এমন ঘটনা কি আগে কখনও ঘটেছে? কিন্তু এমন অভাবনীয় ঘটনাই ঘটল নবাগতা অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে।

37ace78b9651862405c3320df2fce32c

একটি সোনালি ঝলমলে পোশাকে ফটোশ্যুটের জন্য তৈরি হচ্ছিলেন অনন্যা। আচমকাই পোশাকের স্ট্র্যাপ খুলে যায়। অনন্যা সহ সকলেই হতভম্ব। কী আর করা, এগিয়ে এলেন পোশাক ডিজাইনার। অনন্যার গায়ে পোশাক রেখেই চলল সূচ সুতো দিয়ে সেলাই। পাশাপাশি চলছিল তাঁর চুলের স্টাইলিংও। তবে আরেকটি মজার বিষয় হল এই সবকিছুর মধ্যেও খাবারের দিকেই মনোযোগ ছিল অভিনেত্রীর। হাতে প্লেট নিয়ে খেয়েই গেলেন তিনি। পুরো কাণ্ডটাই বন্দি করা হয়েছে ক্যামেরায়। সেই ভিডিয়ো পরে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন চাঙ্কি পাণ্ডে-কন্যা। ক্যাপশনে লেখেন, ‘যা চকচক করে সবকিছুই সোনা হয় না।’ তিনি আরও জানান, তাঁর আগামী ছবি ‘পতি পত্নী অউর ও’-এর প্রোমোশনের ক্যামেরার পেছনের দৃশ্য এটি।

https://www.instagram.com/p/B5hgrHDgyrY/?utm_source=ig_web_copy_link

অনন্যার বলিউডে অভিষেক ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির হাত ধরে। তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। মাত্র একটা ছবির পরেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে তাঁর। বলিউডের ইয়ং ব্রিগেডের অন্যতম মুখ অনন্যা।

এই মুহূর্তে কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতি পত্নী অউর ও’ ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর