ভারত তার মাতৃভূমি নয়,ভারতকে “রেপের রাজধানী” বলে আখ্যা রাহুল গান্ধীর! মাথা হেঁট ভারতমাতার

 

বাংলা হান্ট ডেস্ক : ভারত বর্ষ পৃথিবীতে একটি নাম। শস্য-শ্যামলা সুফলা এই ভারত বর্ষ। ভারত মাতার এক অনন্য সম্পদ এখানে। নারী পুরুষ সমান অধিকার নিয়ে নিজের স্বাধীনতাকে উপভোগ করে। তেমনি ভারত পৃথিবীর জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে। এই ভারত নিজের অর্থনৈতিক, সম্প্রীতিতে, এগিয়ে। ভারত এগিয়ে আছে নিজের কৃষ্টি বলে সংস্কৃতিতে। এগিয়ে ভারত। কিন্তু এই ভারতে যাদের আদি রক্তের টান নেই তারা কি সত্যি পারবে এই ভারতকে ভালবাসতে? না; প্রশ্নটা এদিক থেকে যদি করা যায়, তবে হয়তো একটু ভুল হতে পারে। আসলে প্রসঙ্গের কেন্দ্রবিন্দুতে রাহুল গান্ধী। হয়তো পাঠকদের বোঝাতে অক্ষম নয় বিষয়টি।

পৃথিবীতে নাকি ভারতের এখন পরিচয় ধর্ষণের রাজধানী হিসেবে, ভারত কেন ভারতীয় মা বোনেদের নিরাপত্তা দিতে পারে না এমন প্রশ্ন তোলা হয়েছে বিদেশিদের তরফে। পাশাপাশি তিনি আরও বলেন সেতু উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাও কথা না বলে তিনি নিজে ঘৃণা ও হিংসার আদর্শে বিশ্বাসী বলে মন্তব্য করেন রাহুল।

rahul 4

প্রসঙ্গত,হায়দরাবাদের মহিলা পশু চিকিত্সক গণধর্ষণ ও খুনের পর চার অভিযুক্তকে শুক্রবার এনকাউন্টার করেছে তেলেঙ্গানা পুলিশ আর এরই মধ্যে ঘটে গেছে আরও একটি ঘৃণ্য ঘটনা। যা নিয়ে তোলপাড় রাজ্য দেশ রাজনীতি। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় উন্নাওয়ের নির্যাতিতাকে। যদিও সেই সময়ের জন্য বেঁচে গেলেও তার পরের দিনই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই নির্যাতিতা। দগ্ধ না হৃদয় থেকে বারবার একই প্রশ্ন উঠতে থাকে বিচার চাই কিন্তু এমন ঘটনা সত্যিই ভারতে লজ্জাজনক । কিন্তু তা বিদেশের মাটিতে কেন ভারতকে ছোট করবে? এই ঘটনার পরে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।

সম্পর্কিত খবর