বাংলা হান্ট ডেস্ক :মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর তকমা পেলেন ফিনল্যান্ডের সানা মারিন। ফিনল্যান্ড নির্বাচনে প্রথমে জোট সরকারের সমর্থন পেয়েছিল অ্যান্টি রিনে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁর ওপর থেকে সমর্থন তুবলে নেয় সেন্ট্রাল পার্টি। আর তাই রবিবার থেকে কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন,তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল।
তবে অবশেষে সেই সব জল্পনা ছাড়িয়ে বিদেয়ী প্রধানমন্ত্রীর জায়গায় স্থলাভিষিক্ত হলেন সেদেশের সদ্য প্রাক্তন পরিবহন মন্ত্রী সানা মারিন। ইউক্রেনের ওলেক্সি হঙ্কারুকের পর ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন সানা মারিন। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সানা জানান, ”দেশের জনগনের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ । এর জন্য অনেক কিছু করতে হবে আমাদের । এত কম বয়সে প্রধানমন্ত্রী হব ভাবিনি । সরকারের আগামী দিন প্রোগ্রাম তালিকা শেয়ার করেছি, যা আমাদের করতে হবে ।’
‘আসলে সেদেশে আর্থিক অচলাবস্থা নিয়ে ডাক ধর্মঘট চলছে। তবে দেশের মন্দা কাটানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে মারিনের দল। আর তাই সেন্ট্রাল পার্টির সমর্থন পেয়ে একেবারে জোট সরকার গঠন করেছে মারিনের দল। আর জোট হারিয়েছে অ্যান্টি রিমের দল।
মঙ্গলবারই বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মারিন। জানা গিয়েছে, নারীদের নেতৃত্বে থাকা পাঁচটি দলের নেতৃত্ব দেবেন তিনি। সিঙ্গেল মাদারের কন্যা ম্যারিন নাকি পরিবারের প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রেখেছিলেন।