বিজনেস সম্মেলনে শিল্পপতিরা সাজানো, মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁদের সঙ্গে ছবি তোলেন, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারের উদ্য়োগে দিঘায় শুরু হয়েছে বিজনেস কনক্সেভ। যেখানে বৃহস্পতিবার বিদেশি বিনিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেদাল্যান্ডস, থেকে সিঙ্গাপুর ও জার্মানি সংস্থারা রাজ্যের শিল্প উন্নয়নের জন্য বিনিয়োগ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এবার রাজ্য সরকারের বিজনেস কনক্লেভ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আসলে যে দূর্গের কাণ্ডারী ছিলেন সেই দূর্গই এখন হাতছাড়া তাই তো এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে রাজ্যে নাকি অনেকবার এরকম সম্মেন হয়েছে বলে জানান দিলীপ, পাশাপাশি সমস্ত সম্মেলনে একই শিল্পপতি রা আসে বলেও জানান তিনি।mamata.dilipghosh e1546750876307 1

যদিও এখানেই থেমে থাকেননি, সম্মেলনে কোনোরকম নামকরা শিল্পপতিরা আসে না বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি শিপ্লপতিরা সাজানো যাদের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ছবি তোলে , এমনটাও বলেন তিনি। এমনকি বিনিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে, সম্মেলনে বিনিয়োগ শূন্য হয় বলে জানান তিনি।

এমনকি মমতার রাজত্বকালে কত কোটি টাকার বিনিয়োগ হয়েছে, প্রশ্ন তোলেন দিলীপ। অন্যদিকে, অনুষ্ঠান থেকে সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও জাপান থেকে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।ইতিমধ্যেই নেদারল্যান্ডের ডার্চ কনসোর্টিয়াম ও সিঙ্গাপুরের একটি সংস্থার তরফে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে। অন্যদিকে জার্মানির একটি আর্থিক সংস্থা  কেএফ ডব্লুর কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হবে লেদার কমপ্লেক্স ও সৌরবিদ্যুতু প্ল্যান্টের জন্য, এমনটাই নবান্ন সূত্রে খবর।

সম্পর্কিত খবর