বাংলা হান্ট ডেস্ক : তাঁর জীবদ্দশায় কখনোই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে প্রণয়ন করা যাবে না সোমবার বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো অবধি পদযাত্রায় এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার অবধি পদযাত্রায় এ বার বিরোধীদের আক্রমণ শানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর নাগরিকত্ব সংশোধনী আইনের বিক্ষোভ নিয়ে পোশাক পড়া মন্তব্যেই প্রশ্ন ছুড়লেন মমতা।
আসলে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যারা আগুন লাগাচ্ছে তাঁরা কারা সেটা তাঁদের জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে। অর্থাত্ বিক্ষোভকারীদের পোশাক নিয়েই প্রশ্ন তুলেছিলেন তিনি। তাই সরাসরি মঙ্গলবারের পদযাত্রা মিছিল থেকে প্রধানমন্ত্রীর নাম না করে আক্রমণ শানালেন মমতা। প্রশ্ন ছুড়ে দিলেন পোশাক দেখলেই কে ভালো আর কে খারাপ বুঝে যায় নাকি? যাঁরা টুপি পড়েন তাঁরা সবাই খারাপ আর যাঁরা পড়েন না তাঁরা সবাই ভালো?
West Bengal CM Mamata Banerjee in Kolkata: In West Bengal, 30 people have committed suicide due to the fear of NRC (National Register of Citizens). Who will take the responsibility for it? pic.twitter.com/PdSduvWBTW
— ANI (@ANI) December 17, 2019
অন্যদিকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের উদ্দেশে শান্তির বার্তা দিয়েছেন। গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। এমনকি বারবার তিনি ঘোষণা করেছেন সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অথচ তা সত্ত্বেও রাজ্যে হিংসার বাতাবরণ অব্যাহত ছিল মাত্র দুদিন আগেই। যদিও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উল্লেখ্য আজ অর্থাত্ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিনের পদযাত্রা। বুধবার হাওড়া ময়দান থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং অবধি মিছিল শেষ হবে।