এই শেষ, আগামী প্রজন্ম আর মদ খাবে না বলছে গবেষণা

 

বাংলা হান্ট ডেস্ক : যেকোনো ভালো দিন হোক বা পার্টি মদ্যপান যেন একটা জরুরি বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। তবে সমীক্ষা বলছে আগামী প্রজন্ম নাকি আর মদ খাবেন না।

কারণ, আগামী প্রজন্ম সাধারণ অ্যালকোহল না খেয়ে ‘সিন্থেটিক অ্যালকোহল অ্যালকোসিনথ খাবে। অর্থাৎ যেরকম মদ খেলে হ্যাংওভার য়বমি ভাব, ও মাথা ব্যথা কোনটাই থাকবে না অথচ নেশাও হবে যথেষ্ট পরিমাণে।

এই ধরনের মদ তৈরির পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এলকোহল খেলে শরীরে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়, কিন্তু ‘অ্যালকোসিনথ’ শরীরের কোন ক্ষতি করবে না।

শুধু মদ নয়, সিগারেটের ক্ষেত্রেও আসবে বড়সড় বদল। তবে এমন বদল পেলে মন্দ হবে না। এই অ্যালকোহলের কথা সামনে আসার পর নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে।

Udayan Biswas

সম্পর্কিত খবর