জেনে নিন এবছর রাশি অনুযায়ি কোন কোন জায়গা আপনি ঘুরতে যেতে পারেন 

বাংলাহান্ট ডেস্কঃ ছুটি কাটাতে আমরা সবাই ভালোবাসি। অজানাকে জানা , অচেনাকে চেনা আর অদেখাকে দেখার ইচ্ছে মানুষের স্বভাবজাত। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এমন অনেক জায়গায় ঘুরতে যাই যেখানে আমাদের আগ্রহের জিনিস থাকে না। রাশি অনুযায়ি মানুষের আগ্রহ ভিন্ন ভিন্ন হয়। তাই একই জায়গা হয়ে ওঠে কারোর জন্য স্বপ্ন কারোবা বিরক্তি। আজ জেনে নিন এবছর রাশি অনুযায়ি কোন কোন জায়গা আপনি ঘুরতে পারেন

download 17 1

 

মেষ 

মেষ রাশির লোকেরা ঘুরে আসতে পারেন পেরু বা জর্ডন থেকে। এখানকার স্প্যানিশ ক্যাথিড্রাল, প্রাচীন মন্দির, সেক্রেড ভ্যালি আপনার মন জয় করে নেবে। জর্ডনের খাবারের স্বাদ আপনি ভুলতে পারবেন না।

বৃষ 

স্কটল্যান্ড বা থাইল্যান্ডে রোমান্টিক ভ্রমন আপনার জন্য উপযুক্ত। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রেম দারুন জমবে।

মিথুন

জাপান, সান ফ্রান্সিসকো ও মেলবোর্ন এ এনার্জেটিক ছুটি আপনার জন্য সবচেয়ে ভাল এবছর।

কর্কট 

আপনি যেতে পারেন রোম বা ভেনিসের মত কোনো শহরে। প্যারাগুয়ে, বার্সেলোনা, বুদাপেস্ট ও খারাপ লাগবে না।

সিংহ

অস্ট্রেলিয়া বা লন্ডনের মত বিলাসবহুল শহর ২০২০ তে আপনার জন্য আদর্শ

কন্যা 

দক্ষিণ আফ্রিকা বা নিউ ইয়র্ক যেতে পারেন। এই এলাকার রোমাঞ্চ আপনাকে পুলকিত করবে।

তুলা 

মালদ্বীপ, অস্ট্রিয়া বা প্যারিসে শান্তিতে ছুটি কাটিয়ে আসতে পারেন ।

বৃশ্চিক

ভিয়েতনাম, মরোক্কো বা আইসল্যান্ড হতে পারে এবছর আপনার জন্য আদর্শ জায়গা।

ধনু

নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা গিয়ে এক্সপ্লোর করতে পারেন স্বাধীন ভাবে।

মকর

হাঙ্গেরি, কোস্টারিকা বা হিমালয়ের কোনও অচেনা এলাকায় ছুটি কাটিয়ে আসুন।

কুম্ভ

কানাডা বা আইসল্যান্ড হতে পারে আপনার গন্তব্য।

মীন

অস্ট্রেলিয়া, মিশর বা ফিলিপিন্স হতে পারে আপনার মনের মত ঘোরার জায়গা।

সম্পর্কিত খবর