বাংলাহান্ট ডেস্কঃ এই মরশুমে শীত বারবার আটকে গেছে পশ্চিমীঝঞ্ঝার কাছে। পৌষের শেষে শীত থাকলেও মাঘের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারো বেড়েছিল তাপমাত্রা। এবার আরেক আর পশ্চিমী ঝঞ্ঝাকে কাটিয়ে কাম ব্যাক করতে চলেছে শীত। কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা আবার কিছুটা নামতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি কমবে শহরের তাপমান। ফিরবে হিমেল উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার সরে যাওয়ার কারনেই ফের একবার ফিরতে চলেছে শীত। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।
জানা গিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যে থাকতে চলেছে ঠান্ডা যদি না আরো একবার পশ্চিমী ঝঞ্ঝার পরিস্থিতি তৈরী হয়। আগামী দুদিন পরিষ্কার থাকতে চলেছে আকাশ। কলকাতা ও তার আসে পাশে আরো একবার নামবে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।দার্জিলিং, কালিংপং এবং সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কিন্তু দক্ষিণ বঙ্গ মোটের উপর শুকনো থাকবে।
শুক্রবার আবারও কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তাতে আবারো হতে পারে বর্ষা। তবে আপাতত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কুয়াশা ও ঠান্ডার দাপট থাকবে। আগের মতো ঠাণ্ডা না পড়লেও দিনের এবং রাতের তাপমাত্রার পারদ কম থাকবে। একই সাথে বেলা বাড়লে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ।