ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ক্রেডিট নেওয়ায় মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, বললেন- এটা পোস্টারবাজির রাজনীতি

বাংলাহান্ট ডেস্কঃইস্টওয়েস্ট মেট্রো (EastWest Metro) নিয়ে ফের দিলীপ ঘোষের (Dilip Ghosh) টিপ্পুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সম্প্রতি বিধাননগর (Bidhannagar) নাগরিকবৃন্দ ও বিধাননগর ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে সেক্টর ফাইভ (Sector V) থেকে সল্টলেক স্টেডিয়াম (Salt Lake Stadium) পর্যন্ত এক পোস্টার টানানো হয়। যেখানে ইস্টওয়েস্ট মেট্রোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়।

dilip ghosh 4

এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। “এসব পোস্টারবাজির মধ্যে আমরা কখনই থাকি না। এতে খুব একটা লাভ হয় না। টিএমসির ইচ্ছে ছিল পুরো কৃতিত্বটাই নিয়ে নেওয়ার। কিন্তু সেটা সম্ভব হয়নি। পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকার দিয়েছে, এক পয়সাও দেয়নি রাজ্য সরকার। এভাবে কখনই ঘুরপথে নাম কেনা যায় না।”- বলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

১৪ ই ফেব্রুয়ারী প্রথম যাত্রা শুরু করে ইস্টওয়েস্ট মেট্রো। সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে এই মেট্রো। এই মেট্রো উদ্বোধনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Vedprakash Goyal) সহ আরও অনেকে। কিন্তু এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের (TMC) অন্যান্য নেতৃবর্গ নিমন্ত্রিত থাকলেও মুখ্যমন্ত্রীর বিনা নিমন্ত্রণের কারণে সেদিন তাঁরা অনুষ্ঠান বয়কট করেছিলেন। বিধানসভায় দাঁড়িয়ে তাঁর এই বিনা নিমন্ত্রণের বিষয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “তখন ইউপিএ সরকারের অধীনে ছিলাম। সেই সময়ের জন্য এখন কষ্ট লাগে। তখন প্রকল্পের জন্য টাকা জোগাড় করতে গিয়ে চোখের জল ফেলতে হয়েছিল আমাকে। আমার ছবি দেওয়ার কোন প্রয়োজন ছিল না। একবার খবর দিতে তো পারত।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে বাবুল সুপ্রিয় পাল্টা মিসাইল ছুঁড়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী একদম মিথ্যে কথা বলছেন।’ এই নিয়ে আবার বিরোধী দুই দলের মধ্যে সমালোচনা শুরু হয়ে যায়।

 

Smita Hari

সম্পর্কিত খবর