গড়গড় করে ইংরেজি বললো গ্রামের এই মহিলা, দেখে অবাক নেটিজেনরা !দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয়। কখনও নাচ, গান, কখনও বা পশু পাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বহু মানুষের সুপ্ত প্রতিভাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিভার যোগ্য সম্মানও পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার দৌলতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। রানাঘাটের রেলস্টেশন থেকে এখন তিনি মুম্বইয়ের বাসিন্দা।

৫৫৫৬৬৬৬

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক বৃদ্ধা। দুরন্ত গতিতে ইংরাজি বলে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু বিষয়টা বলার অপেক্ষা। তারপরেই ইংরেজিতে এক নাগাড়ে পাঁচ মিনিট দিব্যি বিষয়টা নিয়ে বলে যেতে পারেন তিনি। মহাত্মা গান্ধী ও রাজীব গান্ধী সম্পর্কে তাঁর জ্ঞান দেখে সত্যিই হতবাক হয়ে যেতে হয়।

https://twitter.com/arunbothra/status/1233965998530654208?s=19

পরনে সাধারন গ্রাম্য পোশাক, মাথায় ঘোমটা, একজন নিতান্ত গ্রাম্য বৃদ্ধা। তিনিই এমন সাবলীল ভাবে এক বারও না থেমে কীকরে এত সুন্দর ইংরেজি বললেন সেটা ভেবেই অবাক হয়ে গিয়েছেন নেটজনতা। বয়স যথেষ্ট হয়েছে, এমনকি সব কথাও বোঝা যায়না স্পষ্ট। কিন্তু ইংরেজিতে তরুণ প্রজন্মকে রীতিমতো ঘোল খাইয়ে দিতে পারেন তিনি। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধার প্রতিভা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তিনি যে সঠিক শিক্ষাটা পেয়েছেন এবং এই বিষয়েও সেই নিয়ে চর্চা রয়েছে তা তাঁর কথা ও বিষয়টা নিয়ে জ্ঞান দেখেই বোঝা যায়।

https://twitter.com/vijaygillnit/status/1233968533119422466?s=09

টুইটারে এই ভিডিও দুটি এখন ঘুরপাক খাচ্ছে। এর আগে নানা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও একরত্তির অভিনয়, কখনও বা খুদের বাঁশিতে মজেছেন নেটজনতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর