বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে ভিত সমগ্র দুনিয়া। এই সময় সব দেশ মিলিতভাবে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সময় ভারতের প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে প্রচুর অর্থ দান করছেন দেশের বিভিন্ন সাধারণ মানুষসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার এই দলে নাম লেখালেন দক্ষিণী চলচিত্রের এক খ্যাতনামা নায়ক আল্লু অর্জুন (Allu Arjun)।
স্টাইলিশ স্টার আল্লু অর্জুন করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেরলের পাশে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে তিনি তিন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর তহবিলে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা দান করেছেন। এই কাজের জন্য আগের থেকে দশর্কদের মননে তাঁর মান আরও উচ্চতর আসনে পৌঁছে গেল।
বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়িয়েছেন আরও অনেক দক্ষিণী ছবির নায়কেরা। এর আগেও করোনা তহবিলে তেলুগু সুপারস্টাররাও তাঁদের সাধ্যমত দান করেছেন। কিছুদিন আগেই সরকারের ত্রাণ তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন রজনীকান্ত, পবন কল্যাণ, রাম চরণ, চিরঞ্জিবি এবং মহেশ বাবু, প্রভাস প্রমুখরা।
‘বাহুবলি’ খ্যাত প্রভাস করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিলেন ৪ কোটি। যার মধ্যে থেকে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের প্রত্যেককে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল। এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলকে তিন কোটি টাকা দেওয়া হয়েছিল।
এছাড়াও কোভিদ-১৯ এর ত্রাণ তহবিলে পবন কল্যাণ দিয়েছিলেন ২ কোটি টাকা। এবং তার ভাগ্নে রাম চরণ ৭০ লক্ষ টাকা দান করেন। এছাড়াও তেলুগু চলচ্চিত্রের প্রবীণ সুপারস্টার চিরঞ্জিবি এক কোটি টাকা দিয়েছেন। এবং সুপারস্টার মহেশ বাবুও এর জন্য এক কোটি টাকা দান করেছিলেন।
তবে বলিউডের অক্ষয় কুমার দান করেছেন ২৫ কোটি টাকা এবং কার্তিক আরিয়ান দিয়েছেন ১ কোটি টাকা। তবে এই দান তহবিলের তালিকায় সেভাবে কোন বলিউডের নায়িকার নাম পাওয়া যায়নি। এই মুহুর্তে বলিউডের কিং খান এবং আমির খানের নিশ্চুপ ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন।