বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে লকডাউন, যার জেরে বন্ধ জরুরি পরিষেবা ছাড়া দেশের সব দোকান বা শপিংমল। এই পরিস্থিতিতে অনেকেরই হয়ে যেতে পারে রিচার্জ প্ল্যান শেষ। আর রিচার্জ প্ল্যানের বৈধতা শেষ হওয়া মানে বাইরের দুনিয়ার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন হওয়া। এই সমস্যাকে দূর করতে এবার এগিয়ে এল দেশের এক নম্বর টেলিকম সংস্থা জিও।
সম্প্রতি জিও এর তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে এ টি এম -এই করা যাবে প্রিপেইড প্ল্যানের রিচার্জ। এই ক্ষেত্রে আপনার লাগবে না কোনো ওটিপি (otp), আসুন জেনে নি রিচার্জের করতে হবে কিভাবে
১. ডেবিট কার্ডটি এটিএম ( atm) এ ঢোকাতে হবে
২. রিচার্জ অপশন সিলেক্ট করুন
৩. আপনার জিও নম্বরটি লিখুন
৪. এবার এন্টার অপশনে ক্লিক করুন
৫. এটিএম মেশিন এবং ফোনে দেখে নিন আপনার জিও এর ফোন নম্বর রিচার্জ হয়েছে কিনা
পাশাপাশি, লকডাউনে বাড়ি বসে কাজের সুবিধার জন্য রিলায়েন্স জিও এনেছে দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এই প্ল্যানে 251 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে , যা 51 দিনের জন্য বৈধ। কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই পাওয়া যাবে এই প্ল্যানে। কোনও কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে না।
এছাড়াও, রিলায়েন্স জিও ৪৪৪ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে যে প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ। তবে Jio থেকে Jio আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও অন্যান্য নেটওয়ার্কে ফোন করার জন্য ২০০০ মিনিট পাওয়া যাবে
৫৯৯ টাকার রিলায়েন্স জিও প্লানটিতে 2 জিবি ডেটা ছাড়াও প্রতিদিন 100 বার্তা পাবেন। পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কে ফোন করার জন্য ১০০০ মিনিট পাওয়া যাবে। এই পরিকল্পনাটি 84 দিনের জন্য বৈধ
করোনা ভাইরাস, জিও, Cororna Virus, COVID -19, jio, ওয়ার্ক ফ্রম হোম, work from home
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…