বড় খবরঃ করোনার বিরুদ্ধে লড়াইতে নিজের দুই বছরের বেতন দান করার ঘোষণা করলেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট ডেস্কঃ করোনার (Coronavirus) বিরুদ্ধে এবার মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার তথা পূর্ব দিল্লী থেকে বিজেপির (Bharatiya Janata Party) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০০৭ এর টি-২০ ওয়ার্ল্ড কাপ আর ২০১১ এর টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হিরো এবার এই মারক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্যের ঘোষণা করলেন। এই মারক ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ৪৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এখনো পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে।

gambhir

গৌতম গম্ভীর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে ডোনেশন দেওয়ার কথা ঘোষণা করেন। গৌতম ট্যুইট করে লেখেন, ‘সবাই জিজ্ঞাসা করে, আপনার দেশ আপনার জন্য কি করেছে? কিন্তু আসল প্রশ্ন হল, আপনি দেশের জন্য কি করতে পারেন? আমি আমার দুই বছরের বেতন প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে দান করছি। আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন।”

gautam gambhir 2

এর আগে গৌতম গম্ভীর বলেছিলেন, গৌতম গম্ভীর ফাউন্ডেশন গরিব আর প্রয়োজনীয় মানুষদের জন্য আহারের ব্যবস্থা করবে। যারা এই লকডাউনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। আর সেই অনুযায়ী, গৌতম গম্ভীর নিজের সংসদীয় এলাকায় খাওয়ারের প্যাকেট বিতরণ করেন। ৫৮ টি টেস্ট আর ১৪৭ টি একদিবসিয় ম্যাচ খেলা দিগগজ ব্যাটসম্যান ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ আর ২০১১ সালে একদিবসিয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন।

ফাইনালে ভারতের কাছে জয়ের জন্য ২৭৫ লক্ষ্য রেখেছিল শ্রীলঙ্কা। প্রথমের ভারতের ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শহবাগ শুন্য আর সচিন তেন্দুলকার ১৮ রানে আউট হয়ে যান। তৃতীয় স্থানে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর ১২২ বলে ৯৭ রান করেন। এছাড়াও সেই সময় ভারতীয় দলের অধিনায়ক মহেন্দর সিং ধোনির অনবদ্য ইনিংসের কারণে ভারত ফাইনাল ম্যাচে শিলঙ্কাকে হারিয়ে জয় হাসিল করে নেয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর