বাংলাহান্ট ডেস্ক: চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
ইতিমধ্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি।তা সত্ত্বেও দিন দিন দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জি জানিয়েছেন দেশবাসীর কাছে এগিয়ে আসার জন্য, করোনার সঙ্গে মোকাবিলায় যথাসাধ্য অর্থসাহায্য করার জন্য।
ইতিমধ্যেই সাধারন মানুষ সহ বহু তারকা দান করেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। তালিকায় রয়েছে অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, প্রভাস, রজনীকান্তের মতো হেভিওয়েট তারকার নাম। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আলি ফজল। তবে অন্যান্যদের সঙ্গে তাঁর পার্থক্য একটাই। নিজেই উদ্যোগ নিয়ে খাবার বিতরণ করতে রাস্তায় নেমে পড়েছেন তিনি।
https://www.instagram.com/p/B-Yn3TRlxrR/?igshid=8o7z7djdsb92
মুখে ব্যাটম্যানের মুখোশ, মাস্ক পরে অভিনেতাকে দেখা গেল গাড়ি চালাতে। মুম্বইয়ের ভিল পার্লের সামনে পেট্রোল পাম্প ও আরও বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ এই ব্যাটম্যানের বেশভূষা ধারনের কি কারন? আসলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী এই সময় কোনও স্থানেই জমায়েত করা যাবে না। তাই তাঁকে দেখে যাতে কেউ চিনে গিয়ে ভিড় না জমায় তাই এই বুদ্ধি বার করেছেন আলি। তাঁর এই মানবিক উদ্যোগ প্রকাশ পেতেই প্রশংসা উপচে পড়েছে অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সকলেই বাহবা দিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের জন্য।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…