বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) মোকাবিলায় এই মুহুর্তে ভারতের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে লকডাউন চলছে। গৃহবন্দী ও কর্মহীন অসংখ্য শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতিতে দরিদ্রদের মুখে অন্ন তুলে দেবার জন্য কেন্দ্রীয় সরকার পরের তিন মাসের জন্য পরিবার প্রতি মাথাপিছু 5 কেজি খাদ্য শস্য এবং 1 কেজি ডাল সরবরাহ করছে। দেশের মোট ৮০ কোটি রেশন কার্ডধারীরা (ration card) সরাসরি উপকৃত হবেন সরকারের এই সিদ্ধান্তে ।
জানা যাচ্ছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সরকার এই খাদ্য শস্য ও ডাল দিচ্ছে। পাশাপাশি এই খাদ্য দ্রব্য পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান কার্ড স্কিমের আওতায় সুবিধাভোগীদের নতুন একটি সুবিধা দিয়েছে। এখন সুবিধাভোগীদের যদি পুরনো রেশন কার্ড থাকে, তাদের নতুন রেশন কার্ড পেতে হবে না। তারা আগের পুরোনো রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে রেশন পাবে। মোদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প বাস্তবায়নের পরেও পুরনো রেশন কার্ড চালু থাকবে।
এই স্কিমটি কার্যকর হওয়ার পরে, সুবিধাভোগীদের পুরানো রেশন কার্ড সমর্পণ করতে হবে না, নতুন জায়গায় রেশন কার্ড তৈরি করতে হবে না।
পাশাপাশি এখন অনলাইনেই রেশন কার্ডের আবেদন করা যাবে। আবেদনের পদ্ধতি সম্পূর্ণ জেনে নিন
আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
ভাষা চয়ন করুন।
জেলার নাম, এলাকার নাম, শহর, গ্রাম পঞ্চায়েতের মতো কিছু ব্যক্তিগত তথ্য জানান।
কার্ডের ধরণ বেছে নিন (এপিএল / বিপিএল / আন্তোডায়া)।
আপনার পরিবারের প্রধানের নাম, আধার কার্ড নম্বর, ভোটার আইটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য পূরণ সাাবমিট করুন