ফিরে এল দূরদর্শনের স্বর্নযুগঃ রামায়ণ ভেঙে দিল TRP এর সমস্ত রেকর্ড

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের (COVID-19) প্রসার আটকানোর জন্য ২৪ শে মার্চ থেকে ২১ দিন অর্থাৎ ১৪ ই এপ্রিল অবধি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। এই সময় নাগরিকদের ঘর থেকে বেরোতে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছিল। এই সময় বিভিন্ন মানুষ সরকারের কাছে আবেদন রেখেছিলেন, এই পরিস্থিতিতে দূরদর্শনে রামায়ণ (Ramayana) এবং মহাভারতের পুনঃপ্রচার করার জন্য। নাগরিকদের কথায় মান্যতা দিয়ে সরকার এই পুনঃসম্প্রচারণ শুরু করেন, যাতে সাধারণ মানুষ বাড়িতে থেকে তাঁদের সময় কাটাতে পারে।

ram 2222

 

বর্তমানে এই পুনঃপ্রচারিত রামায়ণ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। TRP রেকর্ড বলছে বর্তমানে রামায়ণের জনপ্রিয়তার ধারে কাছে অন্য কোন টিভি শো আর নেই। ২০১৫ সাল থেকে এখনও অবধি রামায়ণ বেস্ট সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রসার ভারতীর CEO শশী শেখর এক ট্যুইট করে জানান, ‘আমার এটা বলতে খুব ভালো লাগছে যে, নতুন করে সম্প্রচার হলেও রামায়ণ বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। গত ২০১৫ সাল থেকে এখনও অবধি এই সিরিয়াল TRP এর দিক থেকে সব সিরিয়ালকে ছাপিয়ে গেছে’।

লকডাউনের সময় বেশ কিছু পুরোন জনপ্রিয় ধারাবাহিকের পুনঃপ্রচার দেখানো হচ্ছে। যার মধ্যে রয়েছে দূরদর্শনে মহাভারত, রামায়ণ, বোমকেশ বক্সী এবং সার্কাস। নতুন করে এই সব ধারাবাহিকের জনপ্রিয়তার ফলে সাধারণ মানুষের মতো দূরদর্শনের ক্ষেত্রেও খুশির বার্তা নিয়ে এসেছে। লকডাউনের সময় মানুষের মনকে স্থির রাখতে রামায়ণের পুনঃপ্রচার শুরু করা হয়েছিল।

rammmmmmmmmmmmmmmmmmmmm

দিনে দুবার করে এই ধারাবাহিক দেখানো হচ্ছে। দিনের মধ্যে দুবার করে সম্প্রচারণের পরও এই ধারাবাহি ৩৪ মিলিয়ন এবং ৪৫ মিলিয়ন দর্শকের গণ্ডি পার করে ফেলেছে। গত রবিবার এই ধারবাহিক সমস্ত রেকর্ড ভেঙ্গে দেয়। একসঙ্গে এই ধারবাহিক দেখেছেন ৫১ মিলিয়ন দর্শক। যা ২০১৫ সালের পর হিন্দি ধারাবাহিকের TRP রেকর্ডের শীর্ষে রয়েছে। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে, এখনও এইসব ধারাবাহিকের চাহিদা আছে মানুষের কাছে। দর্শক এখনও এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন।

এটা শুধু সরকারের জন্যই নয়, জনগণের কাছেও খুশির খবর। আর এই অনুষ্ঠানের ফলে দূরদর্শনেরও ভালো মুনফা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ১৯৮৮ সালে যখন প্রথমবারের জন্য রামায়ণ অনুষ্ঠিত হত, তখন মানুষ সেই সময়টায় ঘর থেকে বেরতেন না। তখনকারের মত এই সময়েও এই ধারাবাহিক দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

Smita Hari

সম্পর্কিত খবর