ইঁদুরের উপর করোনা ভাইরাসের প্রতিষেধক টেস্টের ভালো ফল পেল আমেরিকা, বিপদের মধ্যে বাড়ছে আশা

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব এখন করোনা (COVID-19) ভয়ে আতঙ্কিত। করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে মরিয়া গবেষকরা। বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে আমেরিকার (America) গবেষকরা কঠিন পরিশ্রমের ফলে করোনা ভাইরাসের প্রতিষেধক এক ভ্যাকসিন (Vaccine) আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এবং এই ভ্যাকসিনের টেস্ট ইতিমধ্যেই সফলতা লাভ করেছে।

traump

আমেরিকায় দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে আমেরিকার চিকিৎসক এবং বিজ্ঞানীরা এই রোগের প্রতিষেধক বানানোর জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে তারা এই রোগের এক প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। এবং নিয়ম মাফিক যার প্রথম টেস্ট ইঁদুরের উপর করে সফলতাও লাভ করেছে। এবার শুধু মানুষের উপর প্রয়োগ বাকি। তবে কিছুদিন আগে আমেরিকার ৬৫ বছর বয়সী এক মহিলার উপর একটি টেস্ট করা হয়েছিল। এবং সেই টেস্টের ফলাফল আসার আগেই ইঁদুরের উপর প্রয়োগ করা ভ্যাকসিনের ফলাফল চলে আসে। আর এই ফলাফলে আমেরিকা অত্যন্ত খুশি। এবার খুব শীঘ্রই মানুষের উপর প্রয়োগ করা শুরু হবে।

সমগ্র বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়ে গেছে। এবং আমেরিকাতেই করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১০ হাজারের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন সরকার লিকডাউন অবস্থা জারি করে দিয়েছে। যার ফলে অর্থনৈতিক ব্যবস্থাতে ভারী প্রভাব পড়ছে। কিন্তু এতকিছু খারাপের মধ্যেও একটি ভালো দিক উঠে এসেছে, সেটা হল আমেরিকার চিকিৎসকগণ এবং বিজ্ঞানীরা ইঁদুরের উপর যে করোনা ভ্যাকসিনের টেস্ট করেছিল তাঁর ফলাফল ভালো এসেছে।

test 2

আমেরিকার ইউনিভার্সিটি অফ পিটসবার্গের স্কুল অফ মেডিসিন এই পরীক্ষা করে। তাঁদের বক্তব্য হল, ২০০৩ সালে সার্স এবং ২০১৪ মার্স রোগের কিছু উপসর্গের সাথে করোনা ভাইরাসের মিল আছে। আর তা থেকেই তারা এই ভ্যাকসিন আবিষ্কার করেন। আমেরিকার FDA এর কাছ থেকে এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করার অনুমতি চাওয়া হয়েছে। শোনা গিয়েছে, এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের ২ সপ্তাহের মধ্যেই এই করোনা ভাইরাসকে সমূলে উৎখাত করতে সক্ষম হবে।

Smita Hari

সম্পর্কিত খবর