করোনা ভাইরাসের কারণে রাতারাতি ভারতে লক ডাউন করার নির্দেশ দেওয়া হয়।বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরোচ্ছে না তাতে পরিবেশ দূষণ যে অনেক কমেছে তা আমাদের আগেই নজরে এসেছে। আর এবার গঙ্গার দূষণ কমতে দেখা গিয়েছে।
উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (ইউপিপিসিবি) আঞ্চলিক কর্মকর্তা, কালিকা সিংহ জানিয়েছিলেন যে গঙ্গায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সামান্য। প্রতি ৮.৩ মিলিগ্রামের উপরে যা প্রস্তাবিত মিলিগ্রাম / লিটারের চেয়ে বেশি হয়। এর আগে অনেক জায়গায় আমরা দেখেছি পরিবেশ দূষণ কমেছে।
#WATCH Water quality of River Ganga in Kanpur improves as industries are shut due to #Coronaviruslockdown. As per Dr PK Mishra, Professor at Chemical Engineering&Technology, IIT-BHU,Varanasi, there has been 40-50% improvement in quality of water in Ganga pic.twitter.com/9uYInk01ji
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 5, 2020
রাস্তায় পশু পাখি উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। গঙ্গার জল এখন স্নানের জন্য উপযুক্ত হয়েছে। এছাড়া বারাণসীর রাস্তায় যানজটের অভাবে বায়ু গুণমান বায়ু গুণ সূচক (একিউআই) এর মাত্রা এখন আগের থেকে অনেক ভালো ।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।
এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেছিলেন, “শত শত মানুষ এখানে পবিত্র ডুব দিতেন। কোনও বর্জ্য বা আবর্জনা গোপনে ফেলে দেওয়া হচ্ছে না। নামামি গাঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গায় মিশে যাওয়া বড় ড্রেন এখন ট্যাপ করার কারণে দূষণ কমছে।কিন্তু সেখানে দাঁড়িয়ে পরিবেশ এখন সুস্থ।