‘প্রদীপ জ্বালিয়ে সবার পথ উজ্জ্বল করুন’, ডাবু রত্নানির টুইট শেয়ার করে বার্তা নমোর

বাংলাহান্ট ডেস্ক: গৌতম বুদ্ধ বলেছিলেন, অন‍্য কারোর জন‍্য প্রদীপ জ্বালালে নিজের পথও উজ্জ্বল হয়। তাই প্রধানমন্ত্রীর আর্জি মেনে সকলের প্রদীপ জ্বালানো উচিত। তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির (daboo rantnani) এই টুইট রিটুইট করেছেন খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)। করোনা মোকাবিলায় রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার ডাক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন বিকেল ৫টার সময় সমগ্র দেশবাসীকে জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের ধন‍্যবাদ জানিয়ে ৫ মিনিট থালা, ঘন্টা ইত‍্যাদি বাজানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

modi 1 5
এবার ফের একটি আর্জি রেখেছেন মোদী, ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের আলো নিবিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল‍্যাশ জ‍্বালাতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই সবার পাশে রয়েছে এটা বোঝাতেই এই পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।
মোদীর ভিডিওবার্তার পর বহু তারকা তাঁর বক্তব‍্যকে সমর্থন করে টুইট করেন। ডাবু রত্নানি একটি ভিডিও বার্তায় বলেন, ‘বুদ্ধ বলেছিলেন অন‍্য কারুর জন‍্য প্রদীপ জ্বালালে নিজের পথও উজ্জ্বল হয়। আমাদের দেশকে বাঁচাতে হবে, সমর্থন দেখাতে হবে। তাই ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন‍্য ছাদ বা ব‍্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা টর্চের আলো দেখান। আমাদের বোঝাতে হবে আমরা সবার সঙ্গে আছি।’

ডাবু রত্নানির এই টুইটটি রিটুইট করেছেন খোদ নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘অসাধারন বার্তা। প্রদীপ জ্বালান, সবার পথ উজ্জ্বল করুন।’ বহুবার রিটুইট হয়েছে এই বার্তা। বহু তারকাই সমর্থনও জানিয়েছেন মোদী ও ডাবু রত্নানিকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর