বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে করোনা প্রতিদিনই আরো মারাত্মক হচ্ছে। করোনার (covid 19) গ্রাসে হারিয়ে যাওয়া প্রানের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থাও খুব সুবিধে জনক নয়। আগামী ১৫ এপ্রিল দেশ ব্যাপী লকডাউন উঠবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
দেশব্যাপী লকডাউনের জেরে বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পাঠদান ও গ্রহন ব্যাহত হচ্ছে সব জায়গায়। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে পড়ুয়ারা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (hrd) মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘ভারত পড়ে অনলাইন’ ( Bharat pade Online) নামে অনলাইন শিক্ষার ( online educatio) একটি নতুন ক্যাম্পেন করতে চলেছেন। অনলাইন শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও সৃজনশীল করার জন্য তিনি দেশের সবার পরামর্শ চেয়েছেন।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ১৬ এপ্রিল ২০ এর মধ্যে অনলাইন শিক্ষাকে কিভাবে আরো সুসংহত ও কার্যকরী করা যায় সে ব্যাপারে দেশের জনগনের মত চেয়েছেন। টুইটারে #BharatPadheOnline বা ইমেলে bharatpadheonline.mhrd@gmail.com এর মাধ্যমে দেশের জনগন তাদের মতামত জানাতে পারবেন।
ইতিমধ্যেই বাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেনীর জন্য অনলাইন ক্লাসের ব্যাবস্থা করেছে রাজ্য সরকার। ৭ থেকে ১৩ এপ্রিল দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস নেবে শিক্ষকরা। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে প্রশ্ন করতে পারবেন। রাজ্য সরকারের ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ই-মেল করে, হোয়াটস অ্যাপ বা ফোন করে প্রশ্ন করতে পারবে ছাত্রছাত্রীরা।
১৮০০১০৩৭০৩৩ নম্বরটি এডুকেশন হেল্পলাইন হিসাবে চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে।