বাংলাহান্ট ডেস্ক: ‘চা কাকু’র সারাজীবনের দায়িত্ব নিলেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘চা কাকু’ এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন। তাঁকে চেনেন না এমন নেটিজেন নেই বললেই চলে। লকডাউন চলাকালীন বাইরে চা খেতে বেরিয়ে ভাইরাল হয়ে গিমেছিলেন তিনি। ‘আমরা কি চা খাব না? চা খাব না আমরা?’, চা কাকু ওরফে মৃদুল বাবুর এই দুটি কথা নিয়েই মিমে ও ট্রোলের বন্যা।
তবে কিছু দিন আগে একটি ভিডিওর মাধ্যমে চা কাকুর আসল কাহিনি জানতে পেরে নড়েচড়ে বসেন নেটজনতা। জানা যায়, দৈনিক মজুরির শ্রমিক মৃদুল বাবু। নিজের বাড়িতে তিনিই একা রোজগেরে। তাও এই লকডাউন চালু হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে সেই রোজগারের রাস্তাও। তাঁর প্রবল অর্থকষ্টের কথা জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন মিমি। নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো ছাড়াও ভিডিও কলে মৃদুল বাবুর সঙ্গে কথাও বলেন তিনি।
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার পেজে অনেকেই আমাকে ওনার কথা জানান কারন উনি যাদবপুরেরই মানুষ। তারপরেই আমার অফিস থেকে ওনার ঠিকানা খুঁজে বার করা হয় এবং আমার টিম গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ওর বাড়িতে দিয়ে আসে। শুধু লকডাউন না, ভবিষ্যতেও যেকোনও বিপদে আমি পাশে থাকব ওনার। মৃদুল বাবুর সারা জীবনের দায়িত্ব আমার।” একা মৃদুল বাবু নন, ওনার ছেলের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন মিমি।
https://www.facebook.com/mpmimicjadavpur/videos/263000298203372/
চা প্রীতির কথা মাথায় রেখে একটি চায়ের প্যাকেটও মৃদুল বাবুকে উপহার দিয়েছেন মিমি। অপরদিকে এমন উপহার পেয়ে চা কাকুও জানিয়েছেন লকডাউনের কদিন বাড়িতে বসেই চা খাবেন তিনি।