লকডাউন কেমন মানছে লোকজন, মাইক হাতে নিয়ে বেরোলেন মমতা ব্যানার্জী, দিলেন বার্তা

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেরিয়ে পড়লেন নাগরিকদের পরিস্থিতি দেখতে। নাগরিকরা লকডাউন ঠিকমতো মানছে কিনা তা দেখতে আবারও বেরিয়ে পড়লেন তিনি। গাড়ি থেকেই মঙ্গলবার রাজাবাজার থেকে মাঠপুকুর সর্বত্রই টহল দিলেন তিনি। এবং সঙ্গে দিলেন সতর্ক থাকার বার্তা।

IMG 20200319 WA0288

 

লকডাউনের মধ্যেও রাজ্যে হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা। গতকাল রাজ্যে নতুন করে আরও করোনা (COVID-19) আক্রান্ত হয়েছে ২৯ এবং প্রাণ হারিয়েছেন ৩ জন। রাজ্যের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই রেড জোনের অন্তর্গত হয়েছে। সেইসব জায়গাগুলোকে দ্রুতই অরেঞ্জ জোনে ফেরার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার সরাসরি নিজেই বেরিয়ে পড়লেন নাগরিকদের লকডাউন সম্পর্কে আবারও সচেতন করাা জন্য।

রাজাবাজার, পার্কসাকার্স এলাকার বাসিন্দারা এই লকডাউনের মধ্যে কেমন আছেন তা দেখেতে মঙ্গলবার গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। গাড়ির ভেতর থেকেই মাইকে করে দিলেন সতর্ক থাকার বার্তা। প্রথমে গিয়েছিলেন রাজাবাজার এলাকায়। তারপর সেখান থেকে গেলেন পার্ক সার্কাস। নাগরিকদের কোন অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চাইলেন গাড়ির ভেতর থেকেই। এবং বললেন যে কোন রকম সমস্যায় সরকারকে জানাতে, সরকার তাঁদের পাশে আছে।

corona 21

পার্কসার্কাস থেকে সিআইটি রোড হয়ে তপসিয়া মোড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শেষে গেলেন মাঠপুকুর এলাকায়। সবর্ত্রই একই বার্তা দিলেন। গাড়ির ভেতর থেকেই মাইক হাতে নিয়ে বললেন, ‘এই দুর্যোগের পরিস্থিতি আগে কখনও হয়নি। আগে কখনও লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যায়নি। তবে আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। তাও বলব ধৈর্য্য ধরে থাকুন। লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলুন, এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠবই। যে কোন প্রয়োজনে সরকারকে জানাবেন। আমরা পাশে আছি আপনাদের’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর