কয়েকমাস আগে একটি ঘটনা প্রকাশ্যে এসেছিলো, জোম্যাটোর এক কর্মীর খাবার নিয়ে যাওয়ার পর তারপর খাবার ফিরিয়ে দিয়েছিলেন একজন ব্যক্তি, কারণ তিনি মুসলিম ডেলিভারি বয়ের থেকে খাবার নিতে চান নি। আর ঐ ব্যক্তি টুইট করে জানান যে মুসলিম হওয়ায় তার খাবার ফেরানো হয়েছে। পাল্টা ফুড ডেলিভারি সংস্থার তরফে বলা হয়, খাবারের কোনও ধর্ম হয় না।
আর এর মধ্যে ফের আরেকবার এরকম ঘটনা প্রকাশ্যে এসেছে। মহারাষ্ট্রে থানেতে এক ব্যক্তি অনলাইনে মুদির জিনিস অর্ডার দেন। পড়ে ডেলিভারি আসার সময় তিনি জানতে পারেন ডেলিভারি বয় একজন মুসলিম। আর সঙ্গে সঙ্গে তিনি সেই জিনিস নিতে অস্বীকার করে।
“We recorded the complainant’s statement and immediately registered an FIR. Mr. Gajanan Chaturvedi was arrested the same day and produced in court. He has been remanded in judicial custody,” police inspector Sanjay Hajare said. @Thane_R_Policehttps://t.co/hjTZWwnIDc pic.twitter.com/K5RRV7bJV2
— Mohammed Zubair (@zoo_bear) April 23, 2020
আর এর পর ডেলিভারি সংস্থার কর্মী থেমে থাকেনি সেও থানায় গিয়ে ডায়েরি করে এবং পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতারও করেছে। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় সতেরো হাজার কি তার বেশী। আর এই অবস্থায় মানুষ ধর্ম নিয়ে পড়ে আছেন, জাত নিয়ে ঝামেলা ।
করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। আজ মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে। জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবে। কেউই ভাবেনি একদিন এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে।