বাড়িতে বসেই জিম করছেন বিপাশা, ভাইরাল অভিনেত্রীর ‘হট’ ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে।

actress bipasha basu stills from filmfare glamour and style awards 4
প্রথম দফার পর দ্বিতীয় দফার লকভাউনও শেষ হতে চলেছে ভারতে। এরপর দেশের সুরক্ষার স্বার্থে আরও বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। বাড়িতে বসেই যাবতীয় কাজ সারছেন তারা। কখনও করছেন জিম, আবার কখনও রান্নাবান্না বা ঘর পরিস্কার।

https://www.instagram.com/tv/B_eSiZvjHv4/?igshid=8z1xcs2drj9u

https://www.instagram.com/p/B_POoitDelS/?igshid=1czcrcf5l6xpy

ব‍্যতিক্রম নন বিপাশা বাসুও। জিম বন্ধ রয়েছে। তাই বাড়িতেই ছোটখাট জিম খুলে ফেলেছেন এই বঙ্গতনয়া‌। সেই ভিডিও, ছবি সবই শেয়ার করছেন সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B_UjpaNjbE2/?igshid=m0zaf9zam93z

https://www.instagram.com/p/B_O5BdbjlV1/?igshid=1ioj8t6tr482

সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন বিপাশা। ভিডিওতে দেখা যাচ্ছে জিম প‍্যান্ট ও টিউব টপ পরে কঠোর পরিশ্রম করছেন অভিনেত্রী। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন তিনি। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল।

https://www.instagram.com/tv/B_hHhJljfhH/?igshid=1wdksnvwegqnn

এর আগেও শরীরচর্চার ভিডিও শেয়ার করেছেন বিপস। আর কিছুদিন বাদেই করণ সিং গ্রোভার ও বিপাশার চতুর্থ বিবাহবার্ষিকী। বাড়িতেই হবে তার সেলিব্রেশন। তার জন‍্য বেসনের লাড্ডু বানাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই সঙ্গে গাছের পরিচর্যা ও বই পড়েও সময় কাটাচ্ছেন বিপাশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর