করোনা আক্রান্তদের ৩ লক্ষ টাকা দিচ্ছে মোদি সরকার? জানুন ভাইরাল অডিও-এর সত্য মিথ্যা

বাংলাহান্ট ডেস্কঃ ভাইরাল ( viral) হওয়া একটি অডিও বার্তায় বলা হয়েছে, করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসার জন্য রাজ্য গুলিকে ৩ লাখ টাকা করে দিয়েছে মোদি সরকার ( modi government) । এই বার্তাকে ভিত্তিহীন ও নকল বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

money 1

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজার। মৃত্যু হয়েছে ২২ হাজারের। এই ডামাডোল পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকেরা। একটি অডিও বার্তায় তারা দাবি করেছে, করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসার জন্য রাজ্য গুলিকে ৩ লাখ টাকা করে দিয়েছে ভারত সরকার। এই অডিও বার্তার বিরুদ্ধে, ভারত সরকার টুইট করে জানিয়েছে, এই টাকা দেওয়ার তথ্য সম্পূর্ণ ভাবে ভুয়ো।

ভারতে, গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৬০৪ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা এখন ৭০ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের মৃত্যু হয়েছে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা এখন ২২৯৩। মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই কো-মর্বিডিটি ছিল। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশের মধ্যে সব থেকে বেশী করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছিল ২২ হাজার ১৭১ জন। এ দিন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০১। মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৭৮৬ জন।

 

সম্পর্কিত খবর