শাস্ত্র মেনে করুণ গজানন গণেশের পূজা, সংসারে আসবে শ্রীবৃদ্ধি এবং ধনরত্ন

বাংলাহান্ট ডেস্কঃ কথিত আছে প্রতি বুধবার করে গণেশ (Ganesha) পূজা করলে ধনপ্রাপ্তি ও সৌভাগ্য লাভ হয়। এই পূজা সঠিক ভাবে করলে রিদ্ধি ও সিদ্ধির সঙ্গে ঘরে আসেন গণেশ দেবতা। তাই প্রতি বুধবার সকালে স্নান সেরে উঠে ১১ টি দূর্বা ঘাস অর্পন করতে হয় গণেশ দেবতাকে।

gonesh 1

গণেশ ঠাকুর কিন্তু আবার খেতে খুবই ভালো বাসেন। তাই পেট পূজো করিয়ে তাঁকে সন্তুষ্ট করা কিন্তু খুবই সহজ। গণেশ ঠাকুর মুগের লাড্ডু এবং মোদক খেতে খুবই ভালো বাসেন। তাই দোকান থেকে না কিনা যদি আপনি হাতে বানিয়ে তা ভগবানের উদ্দ্যেশ্যে অর্পন করেন, তাতে ভগবান আরও বেশি প্রসন্ন হবেন।

গণেশ ঠাকুরের কিন্তু মূর্তি পূজাই প্রচলিত আছে। তবে সেক্ষেত্রে এক সঙ্গে অনেক মূর্তি নয়, একটি মূর্তি রেখেই পূজো করতে হয়। বাজারে নানান রঙের গণেশ ঠাকুরের মূর্তি পাওয়া যায়। তবে বাস্তুবিদরা মনে করেন সাদা বা হলুদ রঙের গণেশ মূর্তি পূজো করলে, সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং ধনরত্নে ভরে যায়।

গণেশ পূজা মন্ত্রঃ

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।

বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।

image 77

গণেশ মূর্তি পূজোর সময় কিন্তু বাড়ির উত্তর-পূর্ব দিক বা একেবারে পশ্চিমদিকে রেখে পূজো করলে তা শুভ মনে করা হয়। আবার গণপতি বাপ্পার মাথায় লাল রঙের সিঁদুর লাগালে, তিনি ভক্তের উপর সন্তুষ্ট হন। সংসার এবং অফিস থেকে সমস্ত অশান্তি দূর হয়ে গিয়ে শান্তি ফিরে আসবে।

ভগবানকে প্রসাদ নিবেদনের সময় যদি তামার পাত্রে না দিয়ে প্রসাদ বা পূজার সামগ্রী রূপোর পাত্রে নিবেদন করা হয়, তাতে সিদ্ধিদাতা গণেশের আশির্বাদ সর্বদা সেই পরিবারের উপর বজায় থাকে। ভোগের প্রসাদে শুদ্ধ ঘি ও গুড়ের ভোগ দিলে, ধনপ্রাপ্তির পথের সকল বাঁধা দূর হয়ে যাবে।

ganesha

পূজোর স্থান নির্বাচনের ক্ষেত্রে শোবার ঘর অপেক্ষা বসার ঘর বা পূজার ঘর বেশি ভালো। এবং পূজোর আগের দিন থেকে বিসর্জনের দিন পর্যন্ত নিরামিষ খাবার খাওয়া ভালো। আবার প্রতি বুধবার করে গোরুকে সবুজ ঘাস খাওয়ালে গণেশ ঠাকুর সন্তুষ্ট হন। এবং পরিবারে ফিরে আসে সুখ শান্তি। তাহলেই সিদ্ধিদাতা গণেশের আশির্বাদি হাত সবসময় আপনার মাথার উপর থাকবে এবং আপনার পরিবার সুখ শান্তি এবং ধনরত্নে ভরে উঠবে।


Smita Hari

সম্পর্কিত খবর