বাংলার সাহায্যের জন্য ৫০০ টন ত্রিপল পাঠাচ্ছে নবীন পট্টনায়কের সরকার

বাংলাহান্ট ডেস্ক : করোনা (corona)ভাইরাস ও আম্ফান (amfan) ঘূর্ণিঝড়ের মিলিত তাণ্ডবে বিপর্যস্ত বাংলার অর্থনীতি। সামাজিক অবস্থা এবং অর্থনীতির হাল খারাপ। আর কলকাতায় গাছ পড়ে একাধিক এলাকা বিদ্যুৎহিন হয়েছে যায়। পাশাপাশি চরমে ওঠে জল কষ্ট। কিন্তু অবশেষে গত রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন। রাস্তায় একাধিক এলাকায় পড়ে থাকা গাছ এবং তার সরানোর জন্য প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন ওড়িশার দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিগত কয়েকদিন ধরে কাজ করেও কুলাতে পারেনি পৌরসভার কর্মীরা। আর তাদের সাহায্য করার জন্য ওড়িশা রাজ্য সরকার উদ্ধার কাজ করার জন্য লক পাঠায় ।

Amphan6

৫০০ টন ত্রিপল পাঠাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী

৩৭৫ জনের উদ্ধারকারী দল অনেক কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে গাছ সরানোর কাজ করেছে। আর এই ভয়ানক ঝড় বহু মানুষের প্রাণ কেড়েছে। কেড়েছে অনেক মানুষের মাথার ছাদ কিন্তু সরকারের তরফে তাদেরকে এতো তাড়াতাড়ি বাড়ি দেওয়াও সম্ভব নয়। কিন্তু এবার সেইসব মানুষের জন্য ২০*২০ মাপের ৫০০ টন ত্রিপল পাঠাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী। প্রতিবেশী রাজ্য থেকে আসা এই প্রস্তাব যেন একটু হলেও আসার আলো দেখিয়েছে। আর এই সাহায্য করার কথা ঘোষণা করার পর এ দিন ওড়িশার মুখ্য সচিবের অফিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট বার্তা দেন। সেখানে জানানো হয় ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সমস্তরকম ভাবে বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত । এই মুহূর্তে অমফান বিধ্বস্ত বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত শীঘ্র সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে ।’’

সম্পর্কিত খবর