Ekchokho.com 🇮🇳

ধৈর্যের বাঁধ ভাঙল! DA না পেয়ে রাজ্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়ে নিলেন সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশকে দেওয়া হয়নি মান্যতা। সরকারি কর্মীদের (Government Employees) পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ কার্যকর করেনি রাজ্য সরকার। পাল্টা ফের শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। রাজ্যের এই পদক্ষেপের পর আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন সরকারি কর্মীরা। এবার নেওয়া হল অ্যাকশন।

আর অপেক্ষা নয়, ডিএ ইস্যুতে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ | Dearness Allowance

মমতা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি নিতে শুরু করে দিল সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মুখ্যসচিব মনোজ পন্থকে একটি ইমেল পাঠিয়ে সংগঠনের তরফে বলা হয়েছে, ‘এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।’

সরকারি কর্মীদের নেতার ‘হুঁশিয়ারি’

এই বিষয়ে চরম হুঁশিয়ারি দিয় মূল মামলাকারী ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ”আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। নিয়মানুযায়ী রাজ্য সরকারকে আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য আরও সাত দিন সময় দিয়েছিলাম।”

মলয়বাবু যোগ করেন, “আমাদের ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করব।” ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

আরও পড়ুন: বিস্ফোরক স্বীকারোক্তি খোদ পুলিশের! কসবা কাণ্ডে জামিন হচ্ছে মূল অভিযুক্তের? সামনে আপডেট

উল্লেখ্য, গত ১৬ মে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দিতে হবে। তবে তা করেনি রাজ্য। সুপ্রিম ডেডলাইন শেষ হলেও বকেয়া ডিএ-র অংশ মেটায় নি রাজ্য সরকার। উল্টে লক্ষ লক্ষ কর্মীদের হতাশ করে অতিরিক্ত ৬ মাস সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। শীর্ষ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য। আদালতে জানানো হয়েছে রাজ্যের আর্থিক অবস্থার কথা। এদিকে এবার পালটা আসরে সরকারি কর্মচারীরা।