খালি গলায় নিজের ছবির গান গেয়ে শোনালেন জুহি চাওলা, তুমুল ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে অন‍্যতম হিট জুটির তালিকায় একেবারে প্রথম দিকে নাম থাকবে জুহি চাওলার (juhi chawla)। বলিউডে (bollywood) পা দিয়ে কিছুদিনের মধ‍্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সেই সময়ের প্রায় সব হিট অভিনেতাদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে জুহিকে। একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এছাড়া অসামান‍্য সৌন্দর্য্য ও মিষ্টি হাসি দিয়েই অনুরাগীদের মন ভুলিয়েছিলেন জুহি‌।
এখন অভিনয় থেকে দূরে থাকলেও বিজ্ঞাপনে মুখ দেখান জুহি। এছাড়া সোশ‍্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ১.৭ মিলিয়ন। মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও শেয়ার করে নেন তিনি অনুরাগীদের সঙ্গে।

IMG 20200608 165947
সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন জূহি। নিজের ছবি ইয়েস বসের জনপ্রিয় গান ‘ম‍্যায় কোই অ্যায়সা গীত গাউ’ এর কয়েকটি লাইন গেয়ে শুনিয়েছেন তিনি। খালি গলাতেই কয়েক লাইন গেয়েছেন জুহি। আসলে ইন্টারনেটে লাইভ অন্তাক্ষরী খেলার জন‍্য এভাবেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CBF2ktzHkCv/?igshid=2ryg17dze14e

খালি গলায় কয়েক লাইন গাইলেও জুহির মিষ্টি গলার প্রশংসা করেছে নেটজনতা। প্রায় ৫৮ হাজার ভিউ হয়েছে এই ভিডিওতে। শেয়ার হতে হতে বেশ ভাইরাল হয়েছে এই গানের ভিডিও।

https://youtu.be/3uxe_dAKjrM

প্রসঙ্গত, ইয়েস বস ছবিতে জুহি চাওলার বিপরীতে ছিলেন শাহরুখ খান। ১৯৯৭ সালে মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে তেমন সাড়া না ফেলতে পারলেও ছবির গানগুলি বেশ হিট হয়। ম‍্যায় কোই অ্যায়সা গীত গাউ গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য্য ও অলকা ইয়াগনিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর