বাংলাহান্ট ডেস্ক: টলিউডের চিরন্তন ‘কুইন’ বলতে কার মুখ সবার প্রথমে চোখের সামনে ভেসে ওঠে? বেশিরভাগ উত্তর আসবে , ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০ র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয়, তাঁর ছবির তালিকায় রয়েছে হিন্দি, তেলুগুর মতো ছবিও। এখন খুব একটা বড়পর্দায় তাঁকে দেখা না গেলেও যখন যে ছবি করেন সেই ছবিই বেশ হিট হয় বক্স অফিসে।
ব্যস্ত শিডিউল, সংসার থেকে সময় বের করে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন ঋতুপর্ণা। অন্যান্য তারকাদের মতো তিনিও মাঝে মাঝেই ফটোশুট করেন বিভিন্ন ম্যাগাজিনের জন্য।
এখন লকডাউনে সিঙ্গাপুরে আটকে পড়লেও এই দীর্ঘ সময়টা একেবারেই নষ্ট হতে দেননি ঋতু। বাড়িতে বসেই কখনও নাচ কখনও কবিতা পাঠের ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের জন্য। এবার ফের একটি নতুন ভিডিও নিয়ে এসেছেন ঋতুপর্ণা। শুভ দাশগুপ্তর কবিতা ‘আমিই সেই মেয়ে’ র সঙ্গে সঙ্গে অভিনয় করেছেন তিনি।
ভিডিওটির শুরুতেই নারীশক্তির প্রতীক রূপে দেখানো হয় দূগার্পুজোর একটি অ্যানিমেশন দৃশ্য। এরপরেই কবিতার ছন্দের ফাঁকে ফাঁকে অভিনয় দিয়ে মুগ্ধ করেন ঋতুপর্ণা। এই ভিডিওটা বাড়িতে বসে মোবাইল ক্যামেরাতেই শুট করেছেন অভিনেত্রী। কবিতা পাঠে রয়েছেন রায়া ভট্টাচার্য্য। ঋতুপর্ণার ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে এই ভিডিও।
এর আগে মাতৃদিবসে মেয়ে রিশনার সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করেন ঋতু। মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘আজা নাচলে’র সুরে নাচতে দেখা যায় মা মেয়েকে। ছোট্ট রিশনাকেও দেখা যায় মায়ের সঙ্গে তাল মিলিয়ে নাচতে।