গ্রিন ইন্ডিয়া চ‍্যালেঞ্জ প্রভাসের, ১ হাজার একর জঙ্গল দত্তক নিলেন ‘বাহুবলী’

বাংলাহান্ট ডেস্ক: ১ হাজার একর জঙ্গল দত্তক নিলেন ‘বাহুবলী’ খ‍্যাত অভিনেতা প্রভাস (prabhas)। ‘গ্রিন ইন্ডিয়া চ‍্যালেঞ্জ’ (green india challenge) গ্রহণ করে এই উদ‍্যোগে শামিল হয়েছেন তিনি। দীর্ঘ লকডাউনের পর অবশেষে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। আর পোস্ট করেই এমন একটি মহৎ উদ্দেশ‍্যের বার্তা দিয়েছেন দক্ষিণী সুপারস্টার।
গ্রিন ইন্ডিয়া চ‍্যালেঞ্জের সূচনা করেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ সন্তোষ কুমার জে। আগামী দুবছরের মধ‍্যে ভারতকে আরও সবুজ করে তোলার জন‍্যই এই উদ‍্যোগ। প্রথমে এই চ‍্যালেঞ্জ গ্রহণ করেন প্রভাসের কাকা কৃষ্ণম রাজু। তিনিই সোশ‍্যাল মিডিয়ায় এই চ‍্যালেঞ্জ নিতে আহ্বান জানান অভিনেতাকে।

IMG 20200612 192248IMG 20200612 192513

কাকার দেওয়া চ‍্যালেঞ্জ গ্রহণ করেন প্রভাস। এদিন তেলেঙ্গানার কেসেরা এলাকায় ১ হাজার একর জঙ্গল দত্তক নেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় এই কর্মকাণ্ডের ছবি শেয়ার করে প্রভাস লেখেন, ‘আমি গ্রিন ইন্ডিয়া চ‍্যালেঞ্জ গ্রহণ করেছি। তিনটি চারাগাছও রোপন করেছি। রাম চরণ, রানা দগ্গুবতী ও শ্রদ্ধা কাপুরকে এই চ‍্যালেঞ্জ নিতে আহ্বান জানাচ্ছি।’ সঙ্গে সন্তোষ কুমারকেও তিনি ধন‍্যবাদ জানান এই উদ‍্যোগের জন‍্য।

https://www.facebook.com/378233035640910/posts/1964797200317811/

 

https://twitter.com/MPsantoshtrs/status/1271072013637963776?s=19

IMG 20200612 192428
প্রভাসের ছবি পোস্ট করে সন্তোষ কুমার লেখেন, এই উদ‍্যোগের কথা শুনে প্রভাস খুবই খুশি হয়েছেন এবং তিনিও আগ্রহ দেখিয়েছেন। অভিনেতার এই কাজে খুশি তাঁর অনুরাগীরাও।
প্রসঙ্গত, লকডাউনের আগে জর্জিয়াতে ছবির শুটিং করছিলেন প্রভাস‌। লকডাউন শুরু হতে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকে গৃহবন্দিই ছিলেন প্রভাস। জানা গিয়েছে এরপর একটি সায়েন্স ফিকশন ছবিতে দেখা যাবে তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর