আষাঢ়ের প্রথম সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কোথায় কতটা বৃষ্টি হবে জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (Weather office) সূত্রে জানানো হয়েছে আষাঢ়ের প্রথম সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টিপাত। সেই সঙ্গে জারি থাকবে বজ্রপাত। বৃষ্টি হবে আজও। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ বাংলার উপকূলে ধেয়ে আসতে পারে। সেই কারণেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

65017 heavy rain

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার,  আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে জমিয়ে বর্ষন হবে। আগামী ১০ দিনে কলকাতায় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত ছাড়াতে পারে ১৫০ মিলিমিটার পর্যন্ত।

heavy rainfall 12

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ রাতের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Kolkata rain5

অন্যদিকে ২১ জুন কলকাতা থেকে দেখা যাওয়ার কথা বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতা বাসী গত ডিসেম্বরের মত ফের একবার সূর্যগ্রহণ দেখা থেকে বঞ্চিত হতে পারে।

২১শে জুন সূর্যের আংশিক গ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। ১০.১৭ মিনিটে পূর্ণমাত্রায় গ্রহণ চলবে। সর্বোচ্চ সীমায় পৌঁছবে ১২.১০ মিনিটে। ২.০২ মিনিটে পূর্ণ মাত্রার গ্রহণ শেষ হবে। ৩.০৪ মিনিটে সম্পূর্ণ হবে গ্রহণ।

সম্পর্কিত খবর