বাংলাহান্ট ডেস্ক: অবশেষে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু তদন্তে মুম্বই পুলিসের জেরার মুখে পড়লেন যশ রাজ ফিল্মসের (yash raj films) কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। আজ বান্দ্রা থানায় জেরার জন্য পুলিস ডেকে পাঠায় শানুকে। গত শুক্রবার যশ রাজ ফিল্মসের দুজন প্রাক্তন আধিকারিককেও জেরা করে মুম্বই পুলিস। এর আগে গত ২০ জুন সুশান্তের সঙ্গে তাদের প্রযোজনা সংস্থার চুক্তিপত্র পুলিসকে জমা দেন আধিকারিকরা। সেই ভিত্তিতেই জেরার মুখে পড়েন তারা।
শুক্রবার যশ রাজ ফিল্মসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) আশিস সিং ও আরেক প্রাক্তন আধিকারিক আশিস পাতিলকে জেরা করে পুলিস। সুশান্তের সঙ্গে যশ রাজ ফিল্মসের হওয়া চুক্তিপত্রে এদের স্বাক্ষর রয়েছে। প্রায় পাঁচ ঘন্টা ধরে আশিস সিংকে জেরা করা হয়। চুক্তি বাতিলের কারন জানতে চেয়েই জেরা মুম্বই পুলিসের।
এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, চুক্তিতেই সবকিছু উল্লেখ করা আছে। উভয় দিকের মতামত অনুসারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একসঙ্গে দুটি ছবি করেছেন তারা। পাঁচ বছর আগে সুশান্ত যশ রাজ ফিল্মস ছেড়ে দিলেও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল বলেই জানান আশিস।
Mumbai: Shanoo Sharma, casting director for Yash Raj Films, at Bandra Police station for questioning in #SushantSinghRajput death case. pic.twitter.com/eEpbcIHXyd
— ANI (@ANI) June 27, 2020
২০১২ তে যশ রাজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হন সুশান্ত। তাদের সঙ্গে শুদ্ধ দেশি রোম্যান্স ও ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ছবিদুটি করেন তিনি। এরপর পানি নামেও আর একটি ছবি করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই ২০১৫ সালে পরিচালক শেখর কাপুরের এই ছবি থেকে সরে দাঁড়ায় যশ রাজ ফিল্মস। তারপরেই সুশান্তের সঙ্গে চুক্তি বাতিল হয় এই প্রযোজনা সংস্থার।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মুম্বই পুলিস ২৩ জনের বয়ান রেকর্ড করেছে। তার মধ্যে অভিনেতার বাবা, তিন বোন, বান্ধবী রিয়া চক্রবর্তী, রাঁধুনি, ম্যানেজার, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…