সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে আজ প্রথম বোর্ড মিটিংয়ে বসতে চলেছে এটিকে-মোহনবাগান।

আজ প্রথম বোর্ড মিটিংয়ে বসতে চলেছে এটিকে- মোহনবাগান। গাঁটছড়া বাঁধার পর নতুন কোম্পানির ডিরেক্টররা এই প্রথমবার বৈঠকে বসতে চলেছে। যেহেতু এই মুহূর্তে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তাই এই বৈঠক হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

মেগা এই বৈঠকে উপস্থিত থাকবেন RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান ক্লাবের তরফে উপস্থিত থাকবেন অর্থ সচিব দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বোস। তবে এই বৈঠকের বাড়তি আকর্ষণ হতে চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির উপস্থিতি।

21554420f7d2bdd7810ebc27607513a103956b2f134adaf5f83cee38034a1b21a2ae2ae3

এই বোর্ড মিটিংয়েই নির্ধারিত হতে চলেছে নতুন দলের নাম। তবে জানা গিয়েছে এটিকে- মোহনবাগান নামেই এই দলটির আইএসএল খেলার সম্ভাবনা বেশি। তবে কোটি কোটি মোহনবাগান সনর্থকদের আবেগের কথা মাথায় রেখে জার্সিতে থাকতে চলেছে চিরাচরিত সবুজ মেরুন রং। তবে আজ বিকেলের মধ্যেই নতুন দলের নাম, জার্সি এবং লোগো নিয়ে সব জল্পনা শেষ হবে। এটিকের সাথে গাঁটছড়া বেড়েই প্রথমবার আইএসএল খেলতে চলেছে মোহনবাগান।

Udayan Biswas

সম্পর্কিত খবর