আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে আমি সেই দিনই বিয়ে করবো, রাশিদ খান।

Published On:

বর্তমানে স্পিন জগতের উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন আফগানিস্তানের রাশিদ খান। রাশিদ খানের স্পিন খেলতে বেগ পেতে হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। আইপিএলের অনেক ম্যাচে রাশিদ খানের চার ওভার ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে। এছাড়া ব্যাট হাতেও তাকে অনেক সময় ভয়ঙ্কর রূপ নিতে দেখা যায়। এবার সেই রাশিদ খানকে রেডিওর একটি অনুষ্ঠানে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরও বেশ মজার ছলে দিয়েছেন রাশিদ খান।

এইদিন আফগানিস্তানের এটি রেডিও চ্যানেলে রাশিদ খান কে প্রশ্ন করা হয়েছিল, আপনি কবে বিবাহ করবেন? এই প্রশ্নের উত্তর রাশিদ খান বলেছিলেন ‘যেদিন আফগানিস্তান বিশ্বকাপ জিতবে সেই দিনই আমি বিয়ে করবো।’

আফগানিস্তান দলে রয়েছে মহম্মদ নবি, রাশিদ খানের মতো বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। এনারা আইপিএলে নজর কাড়লেও দল হিসেবে বিশ্বকাপে আফগানিস্তান একেবারেই দাগ কাটতে পারেনি। এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েছিল আফগানিস্থান কিন্তু বিশ্বকাপে ন’টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি আফগানিস্তান। সবকটি ম্যাচেই হারতে হয়েছিল রাশিদ খানদের।

সম্পর্কিত খবর

X